আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫২৫
একাধিক স্ত্রীর মধ্যে সমতা বিধান ও পালা বণ্টন।
৫২৫। আব্দুল মালিক ইবনে আবু বাকর ইবনুল হারিছ ইবনে হিশাম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী ﷺ বাসররাত অতিবাহিত করে ভোরবেলা স্ত্রী উম্মে সালামা (রাযিঃ)-কে বলেনঃ “আমি এমন কাজ করবো না যার কারণে তোমাকে তোমার লোকদের মধ্যে অপমানিত হতে হবে। যদি তোমার পছন্দ হয় তবে সাত দিন আমি তোমার কাছে কাটাবো এবং সাত দিন অপর স্ত্রীদের কাছে কাটাবো। আর যদি তুমি চাও তবে তিন দিন তোমার কাছে কাটাবো এবং একদিন করে অপর স্ত্রীদের কাছে কাটাবো।” উম্মে সালামা (রাযিঃ) বলেন, তিন দিনের পালা বণ্টন করুন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। নতুন স্ত্রীর কাছে সাত দিন কাটাবে এবং অপর স্ত্রীদের কাছে সাত দিন। আর নতুন স্ত্রীর কাছে তিন দিন অবস্থান করলে অন্য স্ত্রীদের কাছেও তিন দিন অবস্থান করতে হবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: الرَّجُلِ تَكُونُ عِنْدَهُ نِسْوَةٌ كَيْفَ يَقْسِمُ بَيْنَهُنَّ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَنَى بِأُمِّ سَلَمَةَ، قَالَ لَهَا حِينَ أَصْبَحَتْ عِنْدَهُ: «لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ، إِنْ شِئْتِ سَبَّعْتُ عِنْدَكِ وَسَبَّعْتُ عِنْدَهُنَّ، وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ عِنْدَكِ وَدُرْتُ» ، قَالَتْ: ثَلِّثْ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ يَنْبَغِي إِنْ سَبَّعَ عِنْدَهَا أَنْ يُسَبِّعَ عِنْدَهُنَّ لا يَزِيدُ لَهَا عَلَيْهِنَّ شَيْئًا وَإِنْ ثَلَّثَ عِنْدَهَا أَنْ يُثَلِّثَ عِنْدَهُنَّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান