আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫২২
ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করানো জায়েয।
৫২২। সুলায়মান ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ইহরাম অবস্থায় তাঁর মাথায় রক্তমোক্ষণ করিয়েছিলেন। এ সময় তিনি মক্কার পথে ‘লাহ্ইয়ু জামাল' নামক স্থানে ছিলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করানোয় কোন দোষ নেই, তা প্রয়োজন বশতই করা হোক বা অপ্রয়োজনে। কিন্তু শিঙ্গা লাগানোর স্থানের চুল কামানো যাবে না। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করানোয় কোন দোষ নেই, তা প্রয়োজন বশতই করা হোক বা অপ্রয়োজনে। কিন্তু শিঙ্গা লাগানোর স্থানের চুল কামানো যাবে না। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ: الْمُحْرِمِ يَحْتَجِمُ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " احْتَجَمَ فَوْقَ رَأْسِهِ وَهُوَ يَوْمَئِذٍ مُحْرِمٌ بِمَكَانٍ مِنْ طَرِيقِ مَكَّةَ يُقَالُ لَهُ: لَحْيُ جَمَلٍ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِأَنْ يَحْتَجِمَ الرَّجُلُ وَهُوَ مُحْرِمٌ، اضْطُرَّ إِلَيْهِ، أَوْ لَمْ يُضْطَرَّ إِلا أَنَّهُ لا يَحْلِقُ شَعْرًا وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৫২৩
ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করানো জায়েয।
৫২৩। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, একান্ত প্রয়োজন না দেখা দিলে ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করাবে না।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «لا يَحْتَجِمُ الْمُحْرِمُ إِلا أَنْ يُضْطَرَّ إِلَيْهِ»

তাহকীক:
তাহকীক চলমান