আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৯৭
জামরায় পাথর নিক্ষেপের সময় যা বলতে হবে এবং উভয় জামরায় দাঁড়ানোর বর্ণনা।
৪৯৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) প্রত্যেকবার জামরায় প্রস্তর নিক্ষেপের সময় তাকবীর বলতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি।
بَابُ: مَا يَقُولُ عِنْدَ الْجِمَارِ وَالْوُقُوفِ عِنْدَ الْجَمْرَتَيْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يُكَبِّرُ كُلَّمَا رَمَى الْجَمْرَةَ بِحَصَاةٍ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৯৮
জামরায় পাথর নিক্ষেপের সময় যা বলতে হবে এবং উভয় জামরায় দাঁড়ানোর বর্ণনা।
৪৯৮। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) প্রথম দুই জামরার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাকবীর বলতেন, তাছবীহ-তাহলীল পড়তেন এবং দোয়া করতেন, কিন্তু জামরায় আকাবার কাছে অবস্থান করতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলন, আমরা এই নীতি গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ عِنْدَ الْجَمْرَتَيْنِ الأُولَيَيْنِ يَقِفُ وُقُوفًا طَوِيلا، يُكَبِّرُ اللَّهَ وَيُسَبِّحُهُ وَيَدْعُو اللَّهَ، وَلا يَقِفُ عِنْدَ الْعَقَبَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান