আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৯৫
- হজ্ব - উমরার অধ্যায়
কোন কারণ বশত অথবা বিনা কারণে জামরায় প্রস্তর নিক্ষেপ করতে বিলম্ব করা এবং তা মাকরূহ হওয়া সম্পর্কে।
৪৯৫ । আসেম ইবনে আদী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ উট চালকদের মিনা ছাড়া অন্যত্র রাত যাপন করার অনুমতি দিয়েছেন। তারা কোরবানীর দিন প্রস্তর নিক্ষেপ করবে। অতঃপর দ্বিতীয় (১১তম) বা তৃতীয় দিন এবং প্রস্থানের (১৩তম) দিন প্রস্তর নিক্ষেপ করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যে ব্যক্তি ওজর বশত অথবা বিনা ওজরে দুই দিনের প্রস্তর নিক্ষেপের কাজ এক দিনে সেরে নিবে তাকে কোনরূপ কাফফারা দিতে হবে না। কিন্তু বিনা ওজরে এরূপ করা মাকরূহ। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, যে ব্যক্তি বিনা ওজরে পরবর্তী দিনের সকাল পর্যন্ত পাথর নিক্ষেপে বিলম্ব করবে, তাকে কাফ্ফারা দিতে হবে।
كتاب الحج
بَابُ: تَأْخِيرِ رَمْيِ الْحِجَارَةِ مِنْ عِلَّةٍ أَوْ مِنْ غَيْرِ عِلَّةٍ وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّ أَبَا الْبَدَّاحِ بْنَ عَاصِمِ بْنِ عَدِيٍّ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ عَاصِمِ بْنِ عَدِيٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ رَخَّصَ لِرِعَاءِ الإِبِلِ فِي الْبَيْتُوتَةِ يَرْمُونَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْمُونَ مِنَ الْغَدِ، أَوْ مِنْ بَعْدِ الْغَدِ لِيَوْمَيْنِ، ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ» ، قَالَ مُحَمَّدٌ: مَنْ جَمَعَ رَمْيَ يَوْمَيْنِ فِي يَوْمٍ مِنْ عِلَّةٍ أَوْ غَيْرِ عِلَّةٍ، فَلا كَفَّارَةَ عَلَيْهِ إِلا أَنَّهُ يُكْرَهُ لَهُ أَنْ يَدَعَ ذَلِكَ مِنْ غَيْرِ عِلَّةٍ حَتَّى الْغَدِ، وَقَالَ أَبُو حَنِيفَةَ: إِذَا تَرَكَ ذَلِكَ حَتَّى الْغَدِ فَعَلَيْهِ دَمٌ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: