আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯৪
সালাতুল ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার নামায)।
২৯৪। আব্দুল্লাহ ইবনে যায়েদ আল-মাযিনী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ ঈদের মাঠে গেলেন এবং দুই রাকআত ইসতিসকার নামায পড়লেন। তিনি কিবলামুখী হয়ে নিজের পরিহিত চাদর উল্টিয়ে পরেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইমাম আবু হানীফার মতে বৃষ্টি প্রার্থনা করার জন্য কোন নামায নেই, শুধু দোয়া করতে হবে। কিন্তু আমাদের মতে ইমাম লোকদের নিয়ে দুইরাকআত নামায পড়বে, অতঃপর দোয়া করবে এবং নিজের পরিধানের চাদর এমনভাবে উল্টাবে যেন তার ডান দিকের অংশ বাঁদিকে এবং বাঁদিকের অংশ ডান দিকে এসে যায়। কিন্তু ইমাম ছাড়া আর কেউ নিজ চাদর উল্টাবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইমাম আবু হানীফার মতে বৃষ্টি প্রার্থনা করার জন্য কোন নামায নেই, শুধু দোয়া করতে হবে। কিন্তু আমাদের মতে ইমাম লোকদের নিয়ে দুইরাকআত নামায পড়বে, অতঃপর দোয়া করবে এবং নিজের পরিধানের চাদর এমনভাবে উল্টাবে যেন তার ডান দিকের অংশ বাঁদিকে এবং বাঁদিকের অংশ ডান দিকে এসে যায়। কিন্তু ইমাম ছাড়া আর কেউ নিজ চাদর উল্টাবে না।
بَابُ: الاسْتِسْقَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ الْمَازِنِيَّ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الْمَازِنِيَّ، يَقُولُ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ» ، قَالَ مُحَمَّدٌ: أَمَّا أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، فَكَانَ لا يَرَى فِي الاسْتِسْقَاءِ صَلاةً، وَأَمَّا فِي قَوْلِنَا فَإِنَّ الإِمَامَ يُصَلِّي بِالنَّاسِ رَكْعَتَيْنِ ثُمَّ يَدْعُو وَيُحَوِّلُ رِدَاءَهُ، فَيَجْعَلُ الأَيْمَنَ عَلَى الأَيْسَرِ، وَالأَيْسَرَ عَلَى الأَيْمَنِ، وَلا يَفْعَلُ ذَلِكَ أَحَدٌ إِلا الإِمَامُ

তাহকীক:
তাহকীক চলমান