আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৩
আসর নামাযের ফযীলাত এবং আসরের পর নফল নামায পড়া।
২২৩। সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি দেখেন যে, মুনকাদির ইবনে আব্দুল্লাহকে আসরের পর দুই রাকআত নফল পড়ার অপরাধে উমার (রাযিঃ) প্রহার করেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত যে, আসরের পর নফল নামায পড়ার বিধান নেই। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর এই মত।
بَابُ: فَضْلِ الْعَصْرِ وَالصَّلاةِ بَعْدَ الْعَصْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ الْمُنْكَدِرَ بْنَ عَبْدِ اللَّهِ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا صَلاةَ تَطَوُّعٍ بَعْدَ الْعَصْرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا صَلاةَ تَطَوُّعٍ بَعْدَ الْعَصْرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৪
আসর নামাযের ফযীলাত এবং আসরের পর নফল নামায পড়া।
২২৪। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যার আসরের নামায ছুটে গেলো, তার ঘর-বাড়ী ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেলো।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «الَّذِي يَفُوتُهُ الْعَصْرُ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»

তাহকীক:
তাহকীক চলমান