আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৫
যে ব্যক্তি ফরয নামাযের রাকআতগুলোতে সূরাসমূহ পাঠ করে।
১৩৫। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) যখন একাকী নামায পড়তেন তখন যুহর এবং আসরের নামাযের প্রতি রাআতে সূরা ফাতিহা এবং কুরআনের অন্য সূরা পাঠ করতেন । তিনি কখনো কখনো ফরয নামাযের একই রাআতে দু'টি অথবা তিনটি সূরা পাঠ করতেন। তিনি মাগরিবের নামাযের প্রথম দুই রাআতে সূরা ফাতিহা এবং আরো একটি করে সূরা পাঠ করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ফরয নামাযের প্রথম দুই রাআতে সূরা ফাতিহা ও তার সাথে আরো দু'টি সূরা পাঠ করা সুন্নত (ওয়াজিব)। আর শেষের দুই রাআতে কেবল সূরা ফাহিতা পাঠ করবে। যদি শেষের দুই রাকআতে কিছু না পড়ে অথবা “সুবহানাল্লাহ সুবহানাল্লাহ” বলে তবে তাও জায়েয। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত ।
بَابُ الرَّجُلِ يَقْرَأُ السُّورَ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ مِنَ الْفَرِيضَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ إِذَا صَلَّى وَحْدَهُ يَقْرَأُ فِي الأَرْبَعِ جَمِيعًا مِنَ الظُّهْرِ، وَالْعَصْرِ فِي كُلِّ رَكْعَةٍ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ مِنَ الْقُرْآنِ وَكَانَ أَحْيَانًا يَقْرَأُ بِالسُّورَتَيْنِ، أَوِ الثَّلاثِ فِي صَلاةِ الْفَرِيضَةِ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ، وَيَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنَ الْمَغْرِبِ، كَذَلِكَ بِأُمِّ الْقُرْآنِ، وَسُورَةٍ سُورَةٍ» ، قَالَ مُحَمَّدٌ: السُّنَّةُ أَنْ تَقْرَأَ فِي الْفَرِيضَةِ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ، وَفِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَإِنْ لَمْ تَقْرَأْ فِيهِمَا أَجْزَأَكَ، وَإِنْ سَبَّحْتَ فِيهِمَا أَجْزَأَكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান