আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮১
নারী তার হায়েযের শেষ প্রান্তে হলুদ বর্ণের রক্ত এবং সাদা পানি দেখলে
৮১। নবী ﷺ -এর স্ত্রী আয়েশা (রাযিঃ)-র মুক্তদাসী (মারজানা) বলেন, মহিলারা হায়েযের হলুদ বর্ণের রক্ত মিশ্রিত তুলা কৌটায় করে আয়েশা (রাযিঃ)-কে দেখানোর জন্য পাঠাতো। আয়েশা (রাযিঃ) বলে পাঠাতেন, নামায পড়ার ব্যাপারে তাড়াহুড়া করো না। হায়েয বন্ধ হওয়ার পর যে সাদা পানি দেখা যায় তার অপেক্ষা করো। কারণ এটা হায়েযের পর তুহর নির্দেশ করে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফার মত এই যে, যতোক্ষণ লাল অথবা হলুদ অথবা মেটে রং-এর সাদা পানি না দেখা যায় ততোক্ষণ নারীরা হায়েয থেকে পাক হয় না।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ مَوْلاةِ عَائِشَةِ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ، فِيهِ الصُّفْرَةُ مِنَ الْحَيْضِ فَتَقُولُ: لا تَعْجَلَنَّ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ ".
تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الْحَيْضِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا تَطْهُرُ الْمَرْأَةُ مَا دَامَتْ تَرَى حُمْرَةً، أَوْ صُفَرَةً، أَوْ كُدْرَةً، حَتَّى تَرَى الْبَيَاضَ خَالِصًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮২
নারী তার হায়েযের শেষ প্রান্তে হলুদ বর্ণের রক্ত এবং সাদা পানি দেখলে
৮২। যায়েদ ইবনে সাবিত (রাযিঃ)-র কন্যা (উম্মে কুলসুম) জানতে পারলেন যে, নারীরা রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে দেখতো যে, তারা হায়েয থেকে পাক হয়েছে কিনা। উম্মে কুলসুম এটাকে দূষণীয় মনে করতেন এবং বলতেন, (সাহাবীদের) মহিলারা এরূপ করতেন না।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنِ ابْنَةِ زَيْدِ بْنِ ثَابِتٍ، " أَنَّهُ بَلَغَهَا أَنَّ نِسَاءً كُنَّ يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَيَنْظُرْنَ إِلَى الطُّهْرِ، فَكَانَتْ تَعِيبُ عَلَيْهِنَّ وَتَقُولُ: مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا ".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান