আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৭
স্ত্রীলোকদের স্বপ্নদোষ হলে গোসল করতে হবে কি না?
৭৭। উরওয়া ইবনুয্ যুবায়ের (রাহঃ) থেকে বর্ণিত। উম্মে সুলাইম (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ কে বলেন, হে আল্লাহর রাসূল! যদি কোন স্ত্রীলোকের পুরুষের মতো স্বপ্নদোষ হয়, তবে কি তাকে গোসল করতে হবে? রাসূলুল্লাহ ﷺ আমাদের বলেনঃ হ্যাঁ, তাকে গোসল করতে হবে। আয়েশা (রাযিঃ) উম্মে সুলাইম (রাযিঃ)-কে বলেন, তোমার জন্য দুঃখ হয়। স্ত্রীলোকদেরও কি স্বপ্নদোষ হয়? রাসূলুল্লাহ ﷺ আল তাকে লক্ষ্য করে বলেনঃ তোমার হাত ধুলিমলিন হোক, এ কারণেই তো বাচ্চা (পিতা বা মাতার) সাদৃশ্য নিয়ে জন্মগ্রহণ করে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের ও ইমাম আবু হানীফারও এই মত (স্ত্রীলোকদেরও স্বপ্নদোষ হয় এবং তাতে গোসল করতে হয়)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের ও ইমাম আবু হানীফারও এই মত (স্ত্রীলোকদেরও স্বপ্নদোষ হয় এবং তাতে গোসল করতে হয়)।
بَابُ: الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ " أَنَّ أُمَّ سُلَيْمٍ قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، الْمَرْأَةُ تَرَى فِي الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ؟ [ص:52] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَعَمْ فَلْتَغْتَسِلْ، فَقَالَتْ لَهَا عَائِشَةَ: أُفٍّ لَكِ، وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟ قَالَ: فَالْتَفَتَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: تَرِبَتْ يَمِينُكِ، وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهِ "؟ قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান