মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২৮. কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২০
কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
অসীয়ত ও ফারাইয়ের বর্ণনা
হাদীস নং-৫২০

হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বালিগ হওয়ার পর কেউ ইয়াতীম থাকে না।
كتاب القيامة وصفة الجنة
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُتْمَ بَعْدَ الْحُلُمِ»