মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৬৭
হযরত উসমান (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৬৭

হযরত মুসা ইব্ন আবী কাসীর (রাহঃ) বর্ণনা করেন, হযরত উমর (রাযিঃ) একবার হযরত উসমান (রাযিঃ)-এর নিকট আগমণ করেন। এ সময় হযরত উসমান (রাযিঃ) অত্যন্ত বিষন্ন ও চিন্তাগ্রস্থ ছিলেন। হযরত উমর (রাযিঃ) জিজ্ঞাসা করেন, কোন বস্তু আপনাকে চিন্তাগ্রস্থ করেছে? হযরত উসমান (রাযিঃ) বললেন, কেন আমি চিন্তা করব না, অথচ আমার এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে আত্মীয়তা ভেঙ্গে গেছে। এটা ছিল আঁ হযরত (ﷺ)-এর কন্যা এবং হযরত উসমান (রাযিঃ)-এর স্ত্রী রুকাইয়া (রাযিঃ)-এর ইনতিকালের কিছু দিন পরের ঘটনা। তখন হযরত উমর (রাযিঃ) বললেন, আমার মেয়ে হাফসাকে আমি আপনার সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। হযরত উসমান (রাযিঃ) বললেন, এটা কখনো হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা না করব। অতঃপর হযরত উমর (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর নিকট আগমণ করেন। তিনি হযরত উমর (রাযিঃ)-কে বললেন, আমি কি তোমাকে উসমান থেকে উত্তম জামাতা এবং উসমানকে তোমার থেকে উত্তম শ্বশুর সম্পর্কে সংবাদ দেব? হযরত উমর (রাযিঃ) বললেন, অবশ্যই বলুন। হুযুর (ﷺ) তখন বললেন, তুমি হাফসাকে আমার নিকট বিবাহ দান কর এবং আমি আমার মেয়ে উন্মে কুলসুমকে উসমানের নিকট বিবাহ দিচ্ছি। হযরত উমর (রাযিঃ) বললেন, এটা অতি উত্তম। সুতরাং রাসূলুল্লাহ (ﷺ) তাই করলেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ مُوسَى بْنِ كَثِيرٍ: أَنَّ عُمَرَ مَرَّ بِعُثْمَانَ وَهُوَ حَزِينٌ قَالَ: مَا يَحْزُنُكَ؟ قَالَ: أَلَا أَحْزَنْ، وَقَدِ انْقَطَعَ الصِّهْرُ بَيْنِي وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَلِكَ حَدَثَانَ مَاتَتْ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ تَحْتَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: أُزَوِّجُكَ حَفْصَةَ ابْنَتِي، قَالَ: حَتَّى أَسْتَأْمِرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ: " هَلْ لَكَ أَنْ أَدُلُّكَ عَلَى صِهْرٍ هُوَ خَيْرٌ لَكَ مِنْ عُثْمَانَ، وَأَدُلُّ عُثْمَانَ عَلَى صِهْرٍ هُوَ خَيْرٌ لَهُ مِنْكَ، فَقَالَ: زَوِّجْنِي حَفْصَةَ، وَأُزَوِّجُ عُثْمَانَ بِنْتِي، أَيْ: عُمَرَ.
فَقَالَ: فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা