মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৩. মুদাব্বার করার বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩০৩
ওয়ালার বর্ণনা
হাদীস নং- ৩০৩

হযরত আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আয়েশা (রাযিঃ) হযরত বারীরা (রাযিঃ)-কে কষ্ট করে আযাদ করে দেখার ইচ্ছা করেন। কিন্তু তার মুনিব বললো, আমি তাকে বিক্রয় করব না। তবে এ শর্তে যে, তার ওয়ালার অধিকার আমার থাকবে (তাহলে বিক্রয়ে সমত আছি)। হযরত আয়েশা (রাযিঃ) বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে অবহিত করলেন। তিনি (ﷺ) বললেনঃ ওয়ালার অধিকার তারই উপর বর্তাবে, যে তাকে আযাদ করবে।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِتُعْتِقَهَا، فَقَالَتْ مَوَالِيهَا: لَا نَبِيعُهَا إِلَّا أَنْ تَشْتَرِطَ الْوَلَاءَ لَنَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা