মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১০. দুধপান করানোর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৩
দুধপান এবং বংশ সম্পর্কের কারণে হুরমত সাব্যস্ত হওয়া একই পর্যায়ের
হাদীস নং- ২৮৩
হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ নসব (বংশ) সূত্রে যারা হারাম, দুধপান সূত্রেও তারা হারাম। দুধ সামান্য পান করুক বা অধিক।
হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ নসব (বংশ) সূত্রে যারা হারাম, দুধপান সূত্রেও তারা হারাম। দুধ সামান্য পান করুক বা অধিক।
عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ، عَنْ شُرَيْحٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، قَلِيلُهُ وَكَثِيرُهُ»
হাদীস নং:২৮৪
দুধপান এবং বংশ সম্পর্কের কারণে হুরমত সাব্যস্ত হওয়া একই পর্যায়ের
হাদীস নং- ২৮৪
উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, একদা আফলাহ ইবন আবুল কুআইস (রাযিঃ) তাঁর নিকট আগমণের জন্য অনুমতি প্রার্থনা করেন (পর্দার আয়াত নাযিল হওয়ার পর)। তখন তিনি তার থেকে পর্দা করলেন। ফলে সে (আফলাহ) বলল, তুমি আমার নিকট পর্দা করছ অথচ আমি তোমার رضاعى চাচা। হযরত আয়েশা (রাযিঃ) বললেন, এটা কিভাবে ? তখন সে বলল, আমার ভাবী তোমাকে আমার ভাই-এর দুধ পান করিয়েছে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি এ ঘটনা রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট বললাম। তিনি বললেনঃ তোমার হাত ধূলা মিশ্রিত হোক। তুমি কি এতটুকু জান না যে, বংশ সূত্রে যারা হারাম, দুধ সূত্রেও তারা হারাম।
উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, একদা আফলাহ ইবন আবুল কুআইস (রাযিঃ) তাঁর নিকট আগমণের জন্য অনুমতি প্রার্থনা করেন (পর্দার আয়াত নাযিল হওয়ার পর)। তখন তিনি তার থেকে পর্দা করলেন। ফলে সে (আফলাহ) বলল, তুমি আমার নিকট পর্দা করছ অথচ আমি তোমার رضاعى চাচা। হযরত আয়েশা (রাযিঃ) বললেন, এটা কিভাবে ? তখন সে বলল, আমার ভাবী তোমাকে আমার ভাই-এর দুধ পান করিয়েছে। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি এ ঘটনা রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট বললাম। তিনি বললেনঃ তোমার হাত ধূলা মিশ্রিত হোক। তুমি কি এতটুকু জান না যে, বংশ সূত্রে যারা হারাম, দুধ সূত্রেও তারা হারাম।
عَنِ الْحَكَمِ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: جَاءَ أَفْلَحُ بْنُ أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: تَحْتَجِبِينَ مِنِّي، وَأَنَا عَمُّكِ؟ فَقَالَتْ: فَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي بِلَبَنِ أَخِي، قَالَتْ: فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرِبَتْ يَدَاكِ، أَمَا تَعْلَمِينَ أَنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»

তাহকীক:
তাহকীক চলমান
