মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪০
খুতবার বর্ণনা
১৪০। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) জুমুআর দিন যখন মিম্বরের উপর আরোহণ করতেন, তখন খুতবার পূর্বে অল্প কিছুক্ষণ বসতেন।
عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا صَعِدَ الْمِنْبَرَ يَوْمَ الْجُمُعَةِ جَلَسَ قَبْلَ الْخُطْبَةِ جِلْسَةً خَفِيفَةً»
হাদীস নং:১৪১
খুতবার বর্ণনা
১৪১। হযরত ইবরাহীম (রাহঃ) থেকে বলেনঃ কোন ব্যক্তি [ইবনে মাজাহ শরীফের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন হযরত আলকামা ইবনে কাসেম (রাযিঃ)] হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর নিকট নবী করীম (ﷺ)-এর জুমুআর খুতবা সম্পর্কে জিজ্ঞাসা করেন। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেনঃ তোমরা কি সূরা জুমুআ পাঠ কর না ? তখন ঐ ব্যক্তি বলল, হ্যাঁ। কিন্তু আমি এর মর্ম যথাযথ উপলব্ধি করতে পারিনি। অতঃপর হযরত ইবনে মাসউদ (রাযিঃ) পবিত্র কুরআনের এই আয়াত তিলাওয়াত করেনঃ
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا
"যখন তারা দেখলো ব্যবসা ও কৌতুক, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল।" (৬২:১১)
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ رَجُلًا حَدَّثَهُ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ " عَنْ خُطْبَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ لَهُ: أَمَا تَقْرَأُ سُورَةَ الْجُمُعَةِ؟ قَالَ: بَلَى، وَلَكِنْ لَا أَعْلَمُ، قَالَ: فَقَرَأَ عَلَيْهِ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11]