মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪২
স্থির ও জমা পানিতে প্রস্রাব করা নিষেধ
৪২। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যেন স্থির বা জমাকৃত পানির মধ্যে প্রস্রাব না করে এবং ঐ পানি দ্বারা উযূ না করে।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ»
হাদীস নং:৪৩
স্থির ও জমা পানিতে প্রস্রাব করা নিষেধ
৪৩। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলে করীম (ﷺ) স্থির বা জমা পানির মধ্যে প্রস্রাব করা অতঃপর ঐ পানি দ্বারা গোসল বা উযূ করা থেকে নিষেধ করেছেন।
عَنِ الْهَيْثَمِ الصَّوَّافِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم أَنْ يُبَالَ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يُغْتَسَلَ مِنْهُ أَوْ يُتَوَضَّأَ»