আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৭- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৪০
আন্তর্জাতিক নং: ৪৫৩
৩০৯। মসজিদে কবিতা পাঠ
৪৪০। আবুল ইয়ামান (রাহঃ) ..... আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আওফ (রাহঃ) থেকে বর্ণিত, হাসসান ইবনে সাবিত আনসারী (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ)-কে আল্লাহর কসম দিয়ে এ কথার সাক্ষ্য চেয়ে বলেনঃ আপনি কি নবী (ﷺ)-কে একথা বলতে শুনেছেন, হে হাসসান! রাসূলুল্লাহ (ﷺ) এর পক্ষ থেকে (কবিতার মাধ্যমে মুশরিকদের) জওয়াব দাও। হে আল্লাহ! হাসসানকে রূহুল কুদুস (জিবরাঈল আ.) দ্বারা সাহায্য করুন। আবু হুরায়রা (রাযিঃ) জওয়াবে বললেনঃ হ্যাঁ।
باب الشِّعْرِ فِي الْمَسْجِدِ
453 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ الحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ: أَنْشُدُكَ اللَّهَ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ» قَالَ أَبُو هُرَيْرَةَ: نَعَمْ

তাহকীক:

বর্ণনাকারী: