আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৭- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৫৬
আন্তর্জাতিক নং: ৩৬৩
২৪৮। শামী জুব্বা পরে নামায আদায় করা।
হাসান (রাহঃ) বলেনঃ মাজূসী (অগ্নিপূজক)-দের তৈরী কাপড়ে নামায আদায় করায় কোন ক্ষতি নেই।
আর মা’মার (রাহঃ) বলেনঃ আমি যুহরী (রাহঃ)-কে ইয়ামানের তৈরী কাপড়ে নামায আদায় করতে দেখেছি, যা পেশাবের* দ্বারা রঞ্জিত ছিল।
আলী ইবনে আবু তালিব (রাযিঃ) অধোয়া নতুন কাপড়ে নামায আদায় করেছেন।
* কাপড় ধৌত করার পরও পেশাবের দাগ যায়নি এমন কাপড়ে।
হাসান (রাহঃ) বলেনঃ মাজূসী (অগ্নিপূজক)-দের তৈরী কাপড়ে নামায আদায় করায় কোন ক্ষতি নেই।
আর মা’মার (রাহঃ) বলেনঃ আমি যুহরী (রাহঃ)-কে ইয়ামানের তৈরী কাপড়ে নামায আদায় করতে দেখেছি, যা পেশাবের* দ্বারা রঞ্জিত ছিল।
আলী ইবনে আবু তালিব (রাযিঃ) অধোয়া নতুন কাপড়ে নামায আদায় করেছেন।
* কাপড় ধৌত করার পরও পেশাবের দাগ যায়নি এমন কাপড়ে।
৩৫৬। ইয়াহয়া (রাহঃ) .... মুগীরা ইবনে শু’বা থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি কোন এক সফরে নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ হে মুগীরা! লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তাঁর দেহে ছিল শামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নীচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি নামাযের উযুর ন্যায় উযু করলেন। আর তাঁর উভয় মোজার উপর মাসাহ করলেন ও পরে নামায আদায় করলেন।
باب الصَّلاَةِ فِي الْجُبَّةِ الشَّأْمِيَّةِ وَقَالَ الْحَسَنُ فِي الثِّيَابِ يَنْسُجُهَا الْمَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا. وَقَالَ مَعْمَرٌ رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ ثِيَابِ الْيَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ. وَصَلَّى عَلِيٌّ فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ
363 - حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَقَالَ: «يَا مُغِيرَةُ خُذِ الإِدَاوَةَ» ، فَأَخَذْتُهَا، فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَارَى عَنِّي، فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ [ص:82] لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ، فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى