আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৯- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬২০৭
আন্তর্জাতিক নং: ৬৬৬২
২৭৬১. কোন ব্যক্তির لَعَمْرُ اللَّهِ বলা।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, لَعَمْرُكَ মানে لَعَيْشُكَ অর্থাৎ তোমার জীবনের কসম।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, لَعَمْرُكَ মানে لَعَيْشُكَ অর্থাৎ তোমার জীবনের কসম।
৬২০৭। উয়াইসী ও হাজ্জাজ (রাহঃ) ......... ইবনে শিহাব যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উরওয়া ইবনে যুবাইর, সাঈদ ইবনে মুসায়্যাব, আলকামা ইবনে ওয়াক্কাস ও উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে নবী (ﷺ) এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) এর অপবাদ সংক্রান্ত হাদীস বর্ণনা করেন। অপবাদ রটনাকারীরা যখন তাঁর সম্পর্কে যা ইচ্ছা তাই অপবাদ আরোপ করল, তখন আল্লাহ তাআলা তাঁকে পূত-পবিত্র বলে প্রকাশ করে দিলেন।
রাবী বলেনঃ উপরোক্ত বর্ণনাকারীগণ প্রত্যেকেই হাদীসের এক একটি অংশ আমার কাছে বর্ণনা করেছেন, নবী (ﷺ) দণ্ডায়মান হলেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই এর ওযর তলব করলেন। তখন উসায়দ ইবনে হুযায়র (রাযিঃ) দাঁড়ালেন এবং সা’দ ইবনে উবাদাকে বললেনঃ আল্লাহর কসম, অবশ্যই আমরা তাকে হত্যা করব।
রাবী বলেনঃ উপরোক্ত বর্ণনাকারীগণ প্রত্যেকেই হাদীসের এক একটি অংশ আমার কাছে বর্ণনা করেছেন, নবী (ﷺ) দণ্ডায়মান হলেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই এর ওযর তলব করলেন। তখন উসায়দ ইবনে হুযায়র (রাযিঃ) দাঁড়ালেন এবং সা’দ ইবনে উবাদাকে বললেনঃ আল্লাহর কসম, অবশ্যই আমরা তাকে হত্যা করব।
بَابُ قَوْلِ الرَّجُلِ: لَعَمْرُ اللَّهِ قَالَ ابْنُ عَبَّاسٍ: {لَعَمْرُكَ} [الحجر: 72] : «لَعَيْشُكَ»
6662 - حَدَّثَنَا الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ المُسَيِّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ، - وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ وَفِيهِ - «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ» فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ: لَعَمْرُ اللَّهِ لَنَقْتُلَنَّهُ

তাহকীক:

বর্ণনাকারী: