আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৭- নম্রতা ও যুহদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬০২৯
আন্তর্জাতিক নং: ৬৪৭৩
৩৪৩৪. অনর্থক কথাবার্তা অপছন্দনীয়।
৬০২৯। আলী ইবনে মুসলিম (রাহঃ) ......... মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) এর কাতিব ওয়াররাদ (রাহঃ) থেকে বর্ণিত যে, মুআবিয়া (রাযিঃ) মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) কে লিখলেন যে, আপনি আমার কাছে একটা হাদীস লিখে পাঠান, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন। বর্ণনাকারী বলেনঃ তখন মুগীরা ইবনে শুবা (রাযিঃ) তাঁর কাছে লিখে পাঠালেন, আমি নিশ্চয়ই নবী (ﷺ) কে নামায থেকে ফিরার সময় বলতে শুনেছিঃ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই। তিনি একক ও অদ্বিতীয়, তার কোন শরীক নেই। সকল রাজত্ব তাঁরই এবং সব প্রশংসা তাঁরই। তিনি সবার উপর শক্তিমান।
আর তিনি নিষেধ করতেন অনর্থক কথাবার্তা, অধিক সওয়াল, মালের অপচয়, উচিত বস্তুকে না দেওয়া, অনুচিতকে চাওয়া, মাতাপিতার অবাধ্যতা এবং কন্যাদেরকে জীবিত কবরস্থ করা থেকে।
হুশায়ম (রাহঃ) ......... আব্দুল মালিক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ওয়াররাদকে মুগীরা ......... নবী (ﷺ) থেকে এই হাদীস বর্ণনা করতে শুনেছি।
আর তিনি নিষেধ করতেন অনর্থক কথাবার্তা, অধিক সওয়াল, মালের অপচয়, উচিত বস্তুকে না দেওয়া, অনুচিতকে চাওয়া, মাতাপিতার অবাধ্যতা এবং কন্যাদেরকে জীবিত কবরস্থ করা থেকে।
হুশায়ম (রাহঃ) ......... আব্দুল মালিক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ওয়াররাদকে মুগীরা ......... নবী (ﷺ) থেকে এই হাদীস বর্ণনা করতে শুনেছি।
باب مَا يُكْرَهُ مِنْ قِيلَ وَقَالَ
6473 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا غَيْرُ وَاحِدٍ مِنْهُمْ: مُغِيرَةُ، وَفُلاَنٌ وَرَجُلٌ ثَالِثٌ أَيْضًا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ كَاتِبِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ مُعَاوِيَةَ كَتَبَ إِلَى المُغِيرَةِ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَتَبَ إِلَيْهِ المُغِيرَةُ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلاَةِ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» ثَلاَثَ مَرَّاتٍ، قَالَ: وَكَانَ يَنْهَى عَنْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةِ السُّؤَالِ، وَإِضَاعَةِ المَالِ، وَمَنْعٍ وَهَاتِ، وَعُقُوقِ الأُمَّهَاتِ، وَوَأْدِ البَنَاتِ وَعَنْ هُشَيْمٍ، أَخْبَرَنَا عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ وَرَّادًا، يُحَدِّثُ هَذَا الحَدِيثَ، عَنِ المُغِيرَةِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ