আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৬- দুআ - যিকরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৯৫৯
আন্তর্জাতিক নং: ৬৪০১
৩৪০৫. নবী (ﷺ) এর বাণীঃ ইয়াহুদীদের ব্যাপারে আমাদের বদদুআ কবুল হবে। কিন্তু আমাদের প্রতি তাদের বদদুআ কবুল হবে না।
৫৯৫৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত, একবার একদল ইয়াহুদী নবী (ﷺ) এর নিকট এসে সালাম দিতে গিয়ে বললঃ আসসামু আলাইকা (আপনার মৃত্যু হোক)। তিনি বললেনঃ ওয়া আলাইকুম (তোমাদের উপরও)। কিন্তু আয়েশা (রাযিঃ) বললেনঃ ″আসসামু আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহু ওয়া গাযিবা আলাইকুম″ (তোমাদের মৃত্যু হোক, আল্লাহ তোমাদের উপর লা'নত করুন আর তোমাদের উপর গযব নাযিল করুন)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আয়েশা, তুমি থামো! তুমি নম্র ব্যবহার করো, আর তুমি কঠোরতা পরিহার করো। আয়েশা (রাযিঃ) বললেনঃ তারা কী বলেছে আপনি কি শুনেননি? তিনি বললেনঃ আমি যা বললাম, তা কি তুমি শুননি? আমি তো তাদের কথা তাদের উপরই ফিরিয়ে দিলাম। সুতরাং তাদের উপর আমার বদদুআ কবুল হয়ে যাবে। কিন্তু আমার সম্বন্ধে তাদের বদদুআ কবুল হবে না।
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم: ‘يُسْتَجَابُ لَنَا فِي الْيَهُودِ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِينَا
6401 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ اليَهُودَ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكَ، قَالَ: «وَعَلَيْكُمْ» فَقَالَتْ عَائِشَةُ: السَّامُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالعُنْفَ، أَوِ الفُحْشَ» قَالَتْ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ، رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ»

তাহকীক: