আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৬- দুআ - যিকরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫৯১২
আন্তর্জাতিক নং: ৬৩৫২
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
আবু মুসা (রাযিঃ) বলেন, আমার এক ছেলে হলে নবী (ﷺ) তার জন্য বরকতের দুআ করলেন।
আবু মুসা (রাযিঃ) বলেন, আমার এক ছেলে হলে নবী (ﷺ) তার জন্য বরকতের দুআ করলেন।
৫৯১২। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... সাঈব ইবনে ইয়াযীদ (রাযিঃ) বর্ণনা করেন, আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার এ ভাগ্নেটি অসুস্থ। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দুআ করলেন। এরপর তিনি উযু করলে, আমি তার উযুর পানি থেকে কিছুটা পান করলাম। তারপর আমি তার পিঠের দিকে গিয়ে দাঁড়ালাম। তখন আমি তার উভয় কাঁধের মাঝে মোহরে নবুওয়াত দেখতে পেলাম। সেটা ছিল খাটের চাঁদোয়ার ঝালরের মত।
بَابُ الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ، وَمَسْحِ رُءُوسِهِمْ وَقَالَ أَبُو مُوسَى: «وُلِدَ لِي غُلاَمٌ، وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَرَكَةِ»
6352 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنِ الجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ رَأْسِي، وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِهِ بَيْنَ كَتِفَيْهِ، مِثْلَ زِرِّ الحَجَلَةِ»

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫৯১৩
আন্তর্জাতিক নং: ৬৩৫৩
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
৫৯১৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু আকীল বর্ণনা করেন, তার দাদা আব্দুল্লাহ ইবনে হিশাম (রাযিঃ) তাকে নিয়ে তিনি বাজারের দিকে বের হতেন। সেখান থেকে খাদ্রদ্রব্য কিনে নিতেন। তখন পথে ইবনে যুবাইর (রাযিঃ) ও ইবনে উমর (রাযিঃ) এর সাথে দেখা হলে, তারা তাকে বলতেন যে, এর মধ্যে আপনি আমাদেরও শরীক করে নিন। কারণ, নবী (ﷺ) আপনার জন্য বরকতের দুআ করেছেন। তখন তিনি তাতে তাঁদের শরীক করে নিতেন। তিনি বাহনের পিঠে লাভের শস্যাদি পুরোপুরি পেতেন, আর তা ঘরে পাঠিয়ে দিতেন।
باب الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ وَمَسْحِ رُءُوسِهِمْ
6353 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي عُقَيْلٍ: أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ مِنَ السُّوقِ - أَوْ: إِلَى السُّوقِ - فَيَشْتَرِي الطَّعَامَ، فَيَلْقَاهُ ابْنُ الزُّبَيْرِ، وَابْنُ عُمَرَ، فَيَقُولاَنِ: «أَشْرِكْنَا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ» فَيُشْرِكُهُمْ، فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى المَنْزِلِ

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫৯১৪
আন্তর্জাতিক নং: ৬৩৫৪
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
৫৯১৪। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) বর্ণনা করেন, মাহমুদ ইবনে রাবী রাঃ বর্ণনা করেছেন যে, তিনিই ছিলেন সে ব্যক্তি, শিশুকালে তাদেরই কূপ থেকে পানি মুখে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) যার চেহারার উপর ছিটিয়ে দিয়েছিলেন।
باب الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ وَمَسْحِ رُءُوسِهِمْ
6354 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، وَهُوَ الَّذِي «مَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ وَهُوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ»

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫৯১৫
আন্তর্জাতিক নং: ৬৩৫৫
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
৫৯১৫। আবদান (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর খিদমতে শিশুদের নিয়ে আসা হতো। তিনি তাদের জন্য দুআ করতেন। একবার একটি শিশুকে আনা হলো। শিশুটি তার কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না।
باب الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ وَمَسْحِ رُءُوسِهِمْ
6355 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ، وَلَمْ يَغْسِلْهُ»

তাহকীক:
হাদীস নং: ৫৯১৬
আন্তর্জাতিক নং: ৬৩৫৬
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
৫৯১৬। আবুল ইয়ামান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সা’লাবা ইবনে সুয়ায়র (রাযিঃ), যার মাথায় (শৈশবে) রাসূলুল্লাহ (ﷺ) হাত বুলিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে, তিনি সা’দ ইবনে আবু ওয়াক্কাসকে বিতরের নামায এক রাকআত আদায় করতে দেখেছেন।
باب الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ وَمَسْحِ رُءُوسِهِمْ
6356 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ [ص:77]، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ " وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَسَحَ عَنْهُ: أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ "

তাহকীক: