আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৬- দুআ - যিকরের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৯০২
আন্তর্জাতিক নং: ৬৩৪১ - ৬৩৪২
৩৩৬৬. দুআর সময় দু’হাত উঠানো।
আবু মুসা (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) দু’খানা হাত এতটুকু তুলে দুআ করতেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেয়েছি।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) দু’হাত তুলে দুআ করেছেনঃ ইয়া আল্লাহ!খালিদ যা করেছে আমি তা থেকে অসন্তোষ প্রকাশ করছি।
অন্য এক সূত্রে আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) উভয় হাত এতটুকু তুলে দুআ করেছেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেয়েছি।
পরিচ্ছেদঃ ৩৩৬৭. কিবলামুখী না হয়ে দুআ করা।
আবু মুসা (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) দু’খানা হাত এতটুকু তুলে দুআ করতেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেয়েছি।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) দু’হাত তুলে দুআ করেছেনঃ ইয়া আল্লাহ!খালিদ যা করেছে আমি তা থেকে অসন্তোষ প্রকাশ করছি।
অন্য এক সূত্রে আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) উভয় হাত এতটুকু তুলে দুআ করেছেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেয়েছি।
পরিচ্ছেদঃ ৩৩৬৭. কিবলামুখী না হয়ে দুআ করা।
৫৯০২। মুহাম্মাদ ইবনে মাহবুব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) জুমআর দিনে খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের উপর বৃষ্টির জন্য দুআ করুন। (তিনি দুআ করলেন) তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং এমন বৃষ্টি হল যে, মানুষ আপন ঘরে পৌছতে পারল না এবং পরবর্তী জুমআ পর্যন্ত একাধারে বৃষ্টি হতে থাকল। পরবর্তী জুমআর দিনে সেই ব্যক্তি অথবা অন্য একব্যক্তি দাঁড়িয়ে বললঃ আপনি আল্লাহর কাছে দুআ করুন; তিনি যেন আমাদের উপর থেকে মেঘ সরিয়ে নেন। আমরা তো ডুবে গেলাম। তখন তিনি দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি আমাদের আশে-পাশে বর্ষণ করুন, আমাদের উপর নয়। তখন মেঘ বিক্ষিপ্ত হয়ে আশে-পাশে ছড়িয়ে পড়ল। মদীনাবাসীর উপর আর বৃষ্টি হলো না।
باب رَفْعِ الأَيْدِي فِي الدُّعَاءِ
وَقَالَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ، وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
وَقَالَ ابْنُ عُمَرَ رَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ: اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَشَرِيكٍ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
باب الدُّعَاءِ غَيْرَ مُسْتَقْبِلِ الْقِبْلَةِ
وَقَالَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ، وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
وَقَالَ ابْنُ عُمَرَ رَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ: اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَشَرِيكٍ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ
باب الدُّعَاءِ غَيْرَ مُسْتَقْبِلِ الْقِبْلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا. فَتَغَيَّمَتِ السَّمَاءُ وَمُطِرْنَا، حَتَّى مَا كَادَ الرَّجُلُ يَصِلُ إِلَى مَنْزِلِهِ، فَلَمْ تَزَلْ تُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا، فَقَدْ غَرِقْنَا. فَقَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ". فَجَعَلَ السَّحَابُ يَتَقَطَّعُ حَوْلَ الْمَدِينَةِ، وَلاَ يُمْطِرُ أَهْلَ الْمَدِينَةِ.

তাহকীক: