আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৮২৬
আন্তর্জাতিক নং: ৬২৬০
৩৩১৪. কিতাবী সম্প্রদায়ের নিকট কিভাবে পত্র লিখতে হয়?
৫৮২৬। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন যে, আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেনঃ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন, কুরাইশদের ঐদলসহ যারা ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিল। তারা সবাই তার নিকট উপস্থিত হল। এরপর তিনি বাকি ঘটনার বর্ণনা করেন; শেষভাগে বললেন যে, তারপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ (ﷺ) এর পত্রখানি আনালেন এবং তা পাঠ করা হল। এতে ছিল, বিসমিল্লাহির রহমানির রাহীম, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মাদ ﷺ এর পক্ষ থেকে রোমসম্রাট হিরাক্লিয়াসের প্রতি: السَّلاَمُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى শান্তি বর্ষিত হোক তাদের উপর, যারা সৎপথের অনুসরণ করেছে।
باب كَيْفَ يُكْتَبُ الْكِتَابُ إِلَى أَهْلِ الْكِتَابِ
6260 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ: أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ، أَخْبَرَهُ: أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ، وَكَانُوا تِجَارًا بِالشَّأْمِ، فَأَتَوْهُ - فَذَكَرَ الحَدِيثَ - قَالَ: ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُرِئَ، فَإِذَا فِيهِ: «بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، السَّلاَمُ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ»