আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৭৫১
আন্তর্জাতিক নং: ৬১৮৪
৩২৬৫. কোন ব্যক্তির এরকম কথা বলা, আমার পিতা মাতা আপনার প্রতি কুরবান। এ সম্পর্কে নবী (ﷺ) থেকে যুবাইর (রাযিঃ) এর একটি হাদীস আছে।
৫৭৫১। মুসাদ্দাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) বলেন, আমি সা’দ (রাযিঃ) ব্যতীত আর কারো সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে একথা বলতে শুনি নাই যে, আমার পিতা-মাতা তোমার প্রতি কুরবান। আমি তাকে বলতে শুনেছিঃ হে সা’দ! তুমি তীর চালাও, আমার পিতা-মাতা তোমার প্রতি কুরবান। আমার ধারণা হচ্ছে যে, একথা তিনি ওহুদের যুদ্ধে বলেছেন।
بَابُ قَوْلِ الرَّجُلِ: فِدَاكَ أَبِي وَأُمِّي فِيهِ الزُّبَيْرُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
6184 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ: «ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي» أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ