আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬৪৫
আন্তর্জাতিক নং: ৬০৭১ - ৬০৭২
- আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩২২৩. অহংকার।
মুজাহিদ (রাহঃ) বলেন, (আল্লাহর বাণীঃ) ثَانِيَ عطفه অর্থাৎ নিজে নিজে মনে অহমিকা পোষণকারী। عطفه অর্থাৎ তার ঘাড়।
৫৬৪৫। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব খুযায়ী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? (তারা হলেন,) ঐ সকল লোক, যারা অসহায় এবং যাদের হীন মনে করা হয়। তারা যদি আল্লাহর নামে কসম খেয়ে বসেন, তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো, রুঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক।
মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) সূত্রে আনাস ইবনে ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মদীনাবাসীদের কোন এক দাসীও রাসূলুল্লাহ (ﷺ) এর হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেত। আর তিনিও তার সাথে চলে যেতেন।
كتاب الأدب
باب الْكِبْرِ وَقَالَ مُجَاهِدٌ: {ثَانِيَ عِطْفِهِ} مُسْتَكْبِرٌ فِي نَفْسِهِ، عِطْفُهُ رَقَبَتُهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ، كُلُّ ضَعِيفٍ مُتَضَاعِفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ".
وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَتِ الأَمَةُ مِنْ إِمَاءِ أَهْلِ الْمَدِينَةِ لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ.