আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৬১৩
আন্তর্জাতিক নং: ৬০৩৯
৩২০২. মানুষ নিজ পরিবারে কীভাবে চলবে
৫৬১৩। হাফস ইবনে উমর (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) নিজ গৃহে কী কাজে রত থাকতেন? তিনি বললেনঃ সাধারণ গৃহ-কর্মে ব্যস্ত থাকতেন। আর যখন নামাযের সময় হয়ে যেত, তখন উঠে নামাযে চলে যেতেন।
باب كَيْفَ يَكُونُ الرَّجُلُ فِي أَهْلِهِ
6039 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي أَهْلِهِ؟ قَالَتْ: «كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ»