আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৫৮২
আন্তর্জাতিক নং: ৬০০৭
৩১৮৮. মিসকীনদের অভাব দূরীকরণের চেষ্টারত ব্যক্তি সম্পর্কে।
৫৫৮২। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ বিধবা ও মিসকীনদের অভাব দূর করার জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ আমার ধারণা যে, কা’নবী (বুখারীর উস্তাদ আব্দুল্লাহ) সন্দেহ প্রকাশ করেছেনঃ সে সারারাত দণ্ডায়মান ব্যক্তির ন্যায়, যে (ইবাদতে) ক্লান্ত হয় না এবং এমন রোযা পালনকারীর ন্যায়, যে রোযা ভাঙ্গে না।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ আমার ধারণা যে, কা’নবী (বুখারীর উস্তাদ আব্দুল্লাহ) সন্দেহ প্রকাশ করেছেনঃ সে সারারাত দণ্ডায়মান ব্যক্তির ন্যায়, যে (ইবাদতে) ক্লান্ত হয় না এবং এমন রোযা পালনকারীর ন্যায়, যে রোযা ভাঙ্গে না।
باب السَّاعِي عَلَى الْمِسْكِينِ
6007 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ» وَأَحْسِبُهُ قَالَ - يَشُكُّ القَعْنَبِيُّ -: «كَالقَائِمِ لاَ يَفْتُرُ، وَكَالصَّائِمِ لاَ يُفْطِرُ»