আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৫০২
আন্তর্জাতিক নং: ৫৯২৬
৩১৩৬. চিরুনি দ্বারা মাথা আঁচড়ানো ও ডানদিক থেকে আরম্ভ করা।
৫৫০২। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) চিরুনি দ্বারা মাথা আঁচড়াতে ও উযু করতে যতদূর সম্ভব ডানদিক থেকে আরম্ভ করতে পছন্দ করতেন।
بَابُ التَّرْجِيلِ وَالتَّيَمُّنِ
5926 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ كَانَ يُعْجِبُهُ التَّيَمُّنُ مَا اسْتَطَاعَ، فِي تَرَجُّلِهِ وَوُضُوئِهِ»