আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৪৯৪
আন্তর্জাতিক নং: ৫৯১৯
৩১৩০. চুলের ঝুটি।
৫৪৯৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি আমার খালা মায়মুনা বিনতে হারিসের নিকট রাত যাপন করছিলাম। ঐ রাতে রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে ছিলেন। ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উঠে রাতের নামায আদায় করতে লাগলেন। আমি তাঁর বামপাশে গিয়ে দাঁড়ালাম। তখন তিনি আমার চুলের ঝুটি ধরে আমাকে তার ডানপাশে নিয়ে দাঁড় করালেন।
باب الذَّوَائِبِ
5919 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الفَضْلُ بْنُ عَنْبَسَةَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: بِتُّ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ خَالَتِي، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا فِي لَيْلَتِهَا، قَالَ: «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ» قَالَ: «فَأَخَذَ بِذُؤَابَتِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ» حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ: بِهَذَا، وَقَالَ: بِذُؤَابَتِي، أَوْ بِرَأْسِي
হাদীস নং: ৫৪৯৫
আন্তর্জাতিক নং: ৫৯১৯
৩১৩০. চুলের ঝুটি।
৫৪৯৫। আমর ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু বিশর (রাহঃ) থেকে উক্ত বর্ণনায় بِذُؤَابَتِي অথবা بِرَأْسِي বলে বর্ণনা করেছেন।
باب الذَّوَائِبِ
5919 - .......... حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ: بِهَذَا، وَقَالَ: بِذُؤَابَتِي، أَوْ بِرَأْسِي
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: