আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬১- রোগীদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫২৭৩
আন্তর্জাতিক নং: ৫৬৭৫
২৯৯৯. রোগীর জন্য পরিচর্যাকারীর দু‘আ করা।
‘আয়িশা বিনতে সা‘দ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! সা‘দকে নিরাময় কর
‘আয়িশা বিনতে সা‘দ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! সা‘দকে নিরাময় কর
৫২৭৩। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর নিয়ম ছিল, তিনি যখন কোন রোগীর কাছে আসতেন কিংবা তার নিকট যখন কোন রোগীকে আনা হত তখন তিনি বলতেন: কষ্ট দূর করে দাও হে মানুষের রব, শেফা দান কর, তুমিই একমাত্র শেফাদানকারী। তোমার শেফা ব্যতীত অন্য কোন শেফা নেই। এমন শেফা দান কর যা সামান্য রোগকেও অবশিষ্ট না রাখে।
‘আমর ইবনে আবু কায়স ও ইবরাহীম ইবনে তুহমান হাদীসটি মানসুর, ইবরাহীম ও আবুয-যোহা থেকে إِذَا أُتِيَ بِالْمَرِيضِ “যখন কোন রোগীকে আনা হতো”, এভাবে বর্ণনা করেছেন। জারীর হাদীসটি মানসুর, আবুয-যোহা সূত্রে এককভাবে বর্ণনা করেছেন। إِذَا أَتَى مَرِيضًا “তিনি যখন রোগীর কাছে আসতেন” এ শব্দসহ বর্ণনা করেছেন।
‘আমর ইবনে আবু কায়স ও ইবরাহীম ইবনে তুহমান হাদীসটি মানসুর, ইবরাহীম ও আবুয-যোহা থেকে إِذَا أُتِيَ بِالْمَرِيضِ “যখন কোন রোগীকে আনা হতো”, এভাবে বর্ণনা করেছেন। জারীর হাদীসটি মানসুর, আবুয-যোহা সূত্রে এককভাবে বর্ণনা করেছেন। إِذَا أَتَى مَرِيضًا “তিনি যখন রোগীর কাছে আসতেন” এ শব্দসহ বর্ণনা করেছেন।
باب دُعَاءِ الْعَائِدِ لِلْمَرِيضِ وَقَالَتْ عَائِشَةُ بِنْتُ سَعْدٍ عَنْ أَبِيهَا: ‘اللَّهُمَّ اشْفِ سَعْدًا’. قَالَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
5675 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتِيَ بِهِ، قَالَ: «أَذْهِبِ البَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا» قَالَ عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، وَإِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ: عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، وَأَبِي الضُّحَى: «إِذَا أُتِيَ بِالْمَرِيضِ» وَقَالَ جَرِيرٌ: عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، وَحْدَهُ، وَقَالَ: «إِذَا أَتَى مَرِيضًا»