আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫২২৯
আন্তর্জাতিক নং: ৫৬৩১
২৯৭৫. দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করা
৫২২৯। আবু ‘আসিম ও আবু নু‘আয়ম (রাহঃ) ......... ছুমামা ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস (রাযিঃ) এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিশ্বাসে পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী করীম (ﷺ) তিন নিঃশ্বাসে পানি পান করতেন।
باب الشُّرْبِ بِنَفَسَيْنِ أَوْ ثَلاَثَةٍ
5631 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَبُو نُعَيْمٍ، قَالاَ: حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ: أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ أَنَسٌ، يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا»