আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ৫১২৪
আন্তর্জাতিক নং: ৫৫২১
২৯২৪. গৃহপালিত গাধার গোশত। এ ব্যাপারে নবী করীম (ﷺ) থেকে সালামা (রাযিঃ) বর্ণিত হাদীস আছে
৫১২৪ সাদাকা (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, খায়বারের দিন নবী করীম (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ فِيهِ عَنْ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
5521 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ، وَنَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ يَوْمَ خَيْبَرَ»

তাহকীক:
হাদীস নং: ৫১২৫
আন্তর্জাতিক নং: ৫৫২২
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5522 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ» تَابَعَهُ ابْنُ المُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ

তাহকীক:
হাদীস নং: ৫১২৬
আন্তর্জাতিক নং: ৫৫২৩
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৬। ‘আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ‘আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বারের বছর নবী করীম (ﷺ) মুত‘আ (স্বল্পকালের জন্য বিয়ে করা) থেকে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5523 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالحَسَنِ، ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُتْعَةِ عَامَ خَيْبَرَ، وَعَنْ لُحُومِ حُمُرِ الإِنْسِيَّةِ»

তাহকীক:
হাদীস নং: ৫১২৭
আন্তর্জাতিক নং: ৫৫২৪
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৭। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... জাবির ইবনে ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বারের দিন নবী করীম (ﷺ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন। তবে ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5524 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الحُمُرِ، وَرَخَّصَ فِي لُحُومِ الخَيْلِ»

তাহকীক:
হাদীস নং: ৫১২৮
আন্তর্জাতিক নং: ৫৫২৫ - ৫৫২৬
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... বারা‘আ ও ইবনে আবু ‘আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তারা বলেনঃ নবী করীম (ﷺ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي عَدِيٌّ، عَنِ الْبَرَاءِ، وَابْنِ أَبِي أَوْفَى، رضى الله عنهم قَالاَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لُحُومِ الْحُمُرِ.
হাদীস নং: ৫১২৯
আন্তর্জাতিক নং: ৫৫২৭
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৯। ইসহাক (রাহঃ) ......... আবু সা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে যুবায়দী ও উকায়ল অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) -এর বরাত দিয়ে মালিক, মা‘মার, মাজিশুন, ইউনুস ও ইবনে ইসহাক বলেছেন যে, নবী করীম (ﷺ) দাঁত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে যুবায়দী ও উকায়ল অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) -এর বরাত দিয়ে মালিক, মা‘মার, মাজিশুন, ইউনুস ও ইবনে ইসহাক বলেছেন যে, নবী করীম (ﷺ) দাঁত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5527 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا ثَعْلَبَةَ، قَالَ: «حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُحُومَ الحُمُرِ الأَهْلِيَّةِ» تَابَعَهُ الزُّبَيْدِيُّ، وَعُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ،
وَقَالَ مَالِكٌ، وَمَعْمَرٌ، وَالمَاجِشُونُ، وَيُونُسُ، وَابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ»
وَقَالَ مَالِكٌ، وَمَعْمَرٌ، وَالمَاجِشُونُ، وَيُونُسُ، وَابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ»

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫১৩০
আন্তর্জাতিক নং: ৫৫২৮
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১৩০। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে জনৈক আগন্তুক এসে বললঃ গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে। তারপর আরেকজন আগন্তুক এসে বললঃ গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে। তারপর আরেকজন আগন্তুক এসে বললঃ গাধাগুলোকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। তখন নবী করীম (ﷺ) ঘোষণাকারীকে ঘোষণার আদেশ দিলেন। সে লোকদের মধ্যে ঘোষণা দিলঃ আল্লাহ ও তার রাসুল তোমাদের গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কেননা, এগুলো ঘৃন্য। তখন ডেকচিগুলোকে উলটিয়ে দেয়া হল, অথচ তাতে গোশত টগবগ করছিল।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5528 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ [ص:96] رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ جَاءٍ، فَقَالَ: أُكِلَتِ الحُمُرُ، ثُمَّ جَاءَهُ جَاءٍ، فَقَالَ: أُكِلَتِ الحُمُرُ، ثُمَّ جَاءَهُ جَاءٍ، فَقَالَ: أُفْنِيَتْ الحُمُرُ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى فِي النَّاسِ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ، فَإِنَّهَا رِجْسٌ» فَأُكْفِئَتْ القُدُورُ، وَإِنَّهَا لَتَفُورُ بِاللَّحْمِ

তাহকীক:
হাদীস নং: ৫১৩১
আন্তর্জাতিক নং: ৫৫২৯
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১৩১। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... ‘আমর (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি জাবির ইবনে যায়দকে জিজ্ঞাসা করলামঃ লোকজন মনে করে যে, রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। তিনি বললেনঃ হাকাম ইবনে ‘আমর গিফারীও বসরায় আমাদের কাছে এ কথা বলতেন। কিন্তু ইবনে ‘আব্বাস (রাযিঃ) তা অস্বীকার করেছেন। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করেছেনঃ “বলুন আমার প্রতি যে প্রত্যাদেশ করা হয়েছে, তাতে লোকজন যা আহার করে তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না ......... শেষ পর্যন্ত। (৬: ১৪৫)।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5529 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو: قُلْتُ لِجَابِرِ بْنِ زَيْدٍ: يَزْعُمُونَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ حُمُرِ الأَهْلِيَّةِ؟» فَقَالَ: قَدْ كَانَ يَقُولُ ذَاكَ الحَكَمُ بْنُ عَمْرٍو الغِفَارِيُّ، عِنْدَنَا بِالْبَصْرَةِ وَلَكِنْ أَبَى ذَاكَ البَحْرُ ابْنُ عَبَّاسٍ، وَقَرَأَ: {قُلْ لاَ أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا}

তাহকীক:

বর্ণনাকারী: