আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫১০৮
আন্তর্জাতিক নং: ৫৫০৪
২৯১৫. দাসী ও মহিলার যবেহকৃত জন্তু
৫১০৮। সদাকা (রাহঃ) ......... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক মহিলা পাথরের সাহায্যে একটি বকরি যবেহ করেছিল। এ ব্যাপারে নবী করীম (ﷺ) -কে জিজ্ঞাসা করা হলে, তিনি সেটি খাওয়ার নির্দেশ দেন। লায়স (রাহঃ) নাফি‘ (রাহঃ) সূত্রে বলেনঃ তিনি জনৈক আনসারকে নবী করীম (ﷺ) থেকে ‘আব্দুল্লাহ সম্পর্কে বলতে শুনেছেন যে, কা‘ব (রাযিঃ) এর একটি দাসী......। পরবর্তী অংশ উক্ত হাদীসের অনুরূপ।
باب ذَبِيحَةِ الْمَرْأَةِ وَالأَمَةِ
5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ: أَنَّ امْرَأَةً ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، «فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَأَمَرَ بِأَكْلِهَا» وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّهُ سَمِعَ رَجُلًا، مِنَ الأَنْصَارِ: يُخْبِرُ عَبْدَ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ جَارِيَةً لِكَعْبٍ: بِهَذَا

তাহকীক:
হাদীস নং: ৫১০৯
আন্তর্জাতিক নং: ৫৫০৫
২৯১৫. দাসী ও মহিলার যবেহকৃত জন্তু
৫১০৯। ইসমা‘ঈল (রাহঃ) ......... জনৈক আনসারী থেকে তিনি মু‘আয ইবনে সা‘দ কিংবা সা‘দ ইবনে মু‘আয (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, কা‘ব ইবনে মালিক (রাযিঃ) -এর একটি দাসী ‘সালা’ পাহাড়ে বকরি চরাতো। বকরিগুলোর মধ্যে একটিকে মরে যাচ্ছে দেখে সে একটি পাথর দিয়ে সেটিকে যবেহ কবল। এই ব্যাপারে নবী করীম (ﷺ) -কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ সেটি খাও।
باب ذَبِيحَةِ الْمَرْأَةِ وَالأَمَةِ
5505 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ، عَنْ مُعَاذِ بْنِ سَعْدٍ أَوْ سَعْدِ بْنِ مُعَاذٍ، أَخْبَرَهُ: أَنَّ جَارِيَةً لِكَعْبِ بْنِ مَالِكٍ كَانَتْ تَرْعَى غَنَمًا بِسَلْعٍ، فَأُصِيبَتْ شَاةٌ مِنْهَا، فَأَدْرَكَتْهَا فَذَبَحَتْهَا بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوهَا»

তাহকীক:

বর্ণনাকারী: