আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫৭- আকীকার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫০৭৮
আন্তর্জাতিক নং: ৫৪৭৩
- আকীকার অধ্যায়
পরিচ্ছেদঃ ২৮৯৬. ফারা‘ প্রসঙ্গে
৫০৭৮। ‘আবদান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেন, (ইসলামে) ফারা‘ বা ‘আতীরা নেই। ফারা‘ হলো উটের সে প্রথম শাবক, যা তারা তাদের দেব-দেবীর নামে যবেহ করত। আর ‘আতীরা হলো রজবে যে জন্তু যবেহ দিত।
كتاب العقيقة
باب الْفَرَعِ
5473 - حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ» وَالفَرَعُ: أَوَّلُ النِّتَاجِ، كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ، وَالعَتِيرَةُ فِي رَجَبٍ
তাহকীক: