আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৬০০
আন্তর্জাতিক নং: ৪৯৬০
সূরা বায়্যিনা
৪৬০০। হাসসান ইবনে হাসসান (রাহঃ) ......... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) উবাই ইবনে কা’ব (রাযিঃ) কে বলেছিলেন, তোমাকে কুর’আন পড়ে শোনানোর জন্য আল্লাহ তা‘আলা আমাকে নির্দেশ দিয়েছেন। উবাই ইবনে কা’ব (রাযিঃ) বললেন, আল্লাহ তা‘আলা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তা‘আলা তোমার নাম উল্লেখ করেছেন। একথা শুনে উবাই ইবনে কা’ব (রাযিঃ) কাঁদতে লাগলেন।
কাতাদা (রাহঃ) বলেন, আমাকে জানানো হয়েছে যে, নবী (ﷺ) তাঁকে لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ পাঠ করে শুনিয়েছিলেন।
কাতাদা (রাহঃ) বলেন, আমাকে জানানো হয়েছে যে, নবী (ﷺ) তাঁকে لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ পাঠ করে শুনিয়েছিলেন।
سورة البينة
4960 - حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ» قَالَ أُبَيٌّ: آللَّهُ سَمَّانِي لَكَ؟ قَالَ: «اللَّهُ سَمَّاكَ لِي» فَجَعَلَ أُبَيٌّ يَبْكِي، قَالَ قَتَادَةُ: فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ: {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكِتَابِ} [البينة: 1]
হাদীস নং: ৪৬০১
আন্তর্জাতিক নং: ৪৯৬১
সূরা বায়্যিনা
৪৬০১। আবু জা‘ফর আল-মুদানী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী (ﷺ) উবাই ইবনে কা’ব (রাযিঃ) কে বলেছিলেন, তোমাকে কুর’আন পাঠ করে শোনানোর জন্য আল্লাহ তা‘আলা আমাকে নির্দেশ দিয়েছেন। একথা শুনে তিনি বললেন, আল্লাহ তা‘আলা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন উবাই ইবনে কা’ব (রাযিঃ) আশ্চর্যান্বিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে কি আমার সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তরে নবী (ﷺ) বললেন, হ্যাঁ। একথা শুনে তাঁর উভয় চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠল।
سورة البينة
4961 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ المُنَادِي، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ القُرْآنَ» قَالَ: آللَّهُ سَمَّانِي لَكَ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ العَالَمِينَ؟ قَالَ: «نَعَمْ» فَذَرَفَتْ عَيْنَاهُ