আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫৮১
আন্তর্জাতিক নং: ৪৯৪১
সূরা বুরুজ
মুজাহিদ (রাহঃ) বলেন, الْأُخْدُوْدِ অর্থ মাটিতে ফাটল। فَتَنُوْا অর্থ তাদেরকে শাস্তি দেয়া হয়েছে।

সূরা তারিক
মুজাহিদ বলেন, ذَاتِ الرَّجْعِ অর্থ ঐ মেঘপুঞ্জ যা বৃষ্টি নিয়ে আসে। ذَاتِ الصَّدْعِ অর্থ ঐ যমীন যা উদ্ভিদ উদগত হওয়ার সময় বিদীর্ণ হয়ে যায়।

সূরা আ’লা
৪৫৮১। আবদান (রাহঃ) ......... বারা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর সাহাবীদের মধ্যে প্রথম যারা হিজরত করে আমাদের কাছে এসেছিলেন, তাঁরা হলেন মুস‘আব ইবনে উমাইর (রাযিঃ) ও ইবনে উম্মে মাকতুম (রাযিঃ)। তাঁরা দুজন এসেই আমাদেরকে কুর’আন পড়াতে আরম্ভ করেন। এরপর এলেন আম্মার, বিলাল ও সা’দ (রাযিঃ)। এরপর এলেন বিশজন সাহাবীসহ উমর ইবনে খত্তাব (রাযিঃ)। এরপর এলেন নবী (ﷺ)। নবী (ﷺ) এর আগমনে মদীনাবাসীকে এত বেশী আনন্দিত হতে দেখেছি যে, অন্য কোন বিষয়ে তাদেরকে ততটা আনন্দিত হতে আর কখনো দেখিনি। এমনকি আমি দেখেছি, ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত বলছিল যে, ইনিই তো আল্লাহর সেই রাসূল, যিনি আমাদের মাঝে আগমন করেছেন।
বারা ইবনে আযিব (রাযিঃ) বলেন, নবী (ﷺ) মদীনায় আসার আগেই আমি سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى অনুরূপ আরও কিছু সূরা শিখে নিয়েছিলাম।
سورة البروج وقال مجاهد: {الأخدود} [البروج: 4]: «شق في الأرض»، {فتنوا} [النحل: 110]: «عذبوا»

سورة الطارق وقال مجاهد: {ذات الرجع} [الطارق: 11]: «سحاب يرجع بالمطر»، {ذات الصدع} [الطارق: 12]: «تتصدع بالنبات»

سورة سبح اسم ربك الأعلى
4941 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ فَجَعَلاَ يُقْرِئَانِنَا القُرْآنَ، ثُمَّ جَاءَ عَمَّارٌ، وَبِلاَلٌ، وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الخَطَّابِ فِي عِشْرِينَ ثُمَّ " جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُ أَهْلَ المَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ، فَرَحَهُمْ بِهِ حَتَّى رَأَيْتُ الوَلاَئِدَ وَالصِّبْيَانَ، يَقُولُونَ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَاءَ فَمَا جَاءَ، حَتَّى قَرَأْتُ: {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} [الأعلى: 1] فِي سُوَرٍ مِثْلِهَا "