আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫৭০
আন্তর্জাতিক নং: ৪৯৩১
সূরা আল মুরসালাত।
৪৫৭০। আবদাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইসরাইল সূত্রে আসওয়াদ ইবনে আমির পূর্বের হাদীসটির অনুসরণ করেছেন।
(অন্য সনদে) হাফস, আবু মুআবিয়া এবং সুলাইমান ইবনে কারম (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
(অপর এক সনদে) ইবনে ইসহাক (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে ঠিক এমনি বর্ণনা করেছেন।
سورة والمرسلات
4931 - حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ بِهَذَا. وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ، وَتَابَعَهُ أَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ إِسْرَائِيلَ، وَقَالَ حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ، وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ يَحْيَى بْنُ حَمَّادٍ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ
হাদীস নং: ৪৫৭১
আন্তর্জাতিক নং: ৪৯৩১
সূরা আল মুরসালাত।
৪৫৭১। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, এক গুহার মধ্যে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। এমন সময় তাঁর প্রতি নাযিল হলো সূরা ওয়াল মুরসালাত। আমরা তাঁর মুখ থেকে সেটা হাসিল করছিলাম। এ সূরার তিলাওয়াতে তখনও রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ সিক্ত ছিল, হঠাৎ একটি সাপ বেরিয়ে এলো। রাসূল (ﷺ) বললেন, তোমরা ওটাকে মেরে ফেল। আব্দুল্লাহ (রা) বলেন, আমরা সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু সাপটি আমাদের আগে চলে গেল।
বর্ণনাকারী বলেন, তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা যেমন এর অনিষ্ট থেকে রক্ষা পেলে, তেমনি ঠিক ওটাও তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেল।
سورة والمرسلات
4931 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: بَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، إِذْ نَزَلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ فَتَلَقَّيْنَاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ خَرَجَتْ حَيَّةٌ، فَقَالَ [ص:165] رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمُ اقْتُلُوهَا» قَالَ: فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا، قَالَ: فَقَالَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا»