আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫৫৬
আন্তর্জাতিক নং: ৪৯১৭
সূরা মুলক
التَّفَاوُتُ অর্থ বিভিন্নতা। التَّفَاوُتُ এবং التَّفَوُّتُ শব্দ দু’টো একই অর্থবোধক। تَمَيَّزُ অর্থ টুকরো হয়ে যাবে বা ফেটে পড়বে। مَنَاكِبِهَا অর্থ তার দিগ-দিগন্ত। تَدَّعُوْنَ এবং تَدْعُوْنَ বাক্যদ্বয় تَذَّكَّرُوْنَ ও تَذْكُرُوْنَ এর মতই। يَقْبِضْنَ অর্থ তারা তাদের পাখা মেলে উড়ে বেড়ায়।
মুজাহিদ (রাহঃ) বলেন, صَافَّاتٍ অর্থ তারা তাদের পাখা বিস্তার করে। نُفُوْرٌ অর্থ কুফর ও সত্যবিমুখতা।

সূরা কলম
ক্বাতাদাহ (রাহঃ) বলেন, حَرْدٍ অর্থ আন্তরিকভাবে চেষ্টা করা।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, يتخافتون তারা চুপিসারে গোপন কথা বলে।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, اِنَّالَضَآلُّوْنَ অর্থ আমরা আমাদের জান্নাতের স্থানের কথা ভুলে গিয়েছি।
ইবনে আব্বাস (রাযিঃ) ব্যতীত অন্যান্য ভাষ্যকার বলেছেন, كَالصَّرِيْمِ অর্থ রাত থেকে বিচ্ছিন্ন প্রভাতের মত বা দিন থেকে বিচ্ছিন্ন রাতের মত। صَّرِيْمُ ঐ বালুকণাকেও বলা হয় যা বালুস্তূপ হতে বিচ্ছিন্ন।
مَصْرُوْمُ- صَرِيْمُ শব্দ قَتِيْلٍ এবং مَقْتُوْلٍ এর মত।

পরিচ্ছেদঃ ২৫৮০. আল্লাহর বাণীঃ عتل بعد ذلك زنيم "রুঢ় স্বভাব এবং তদপুরি কুখ্যাত" (৬৮ঃ ১৩)
৪৫৫৬। মাহমুদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিতঃ তিনি عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ (“রুঢ় এবং তদুপরি কুখ্যাত”) আয়াতের ব্যাখ্যায় বলেন, এ ব্যক্তিটি হল কুরাইশ গোত্রের এমন এক ব্যক্তি, যার ঘাড়ে বকরীর চিহ্নের মত একটি বিশেষ চিহ্ন ছিল।
سورة الملك: {تبارك الذي بيده الملك} [الملك: 1] التفاوت: الاختلاف، والتفاوت والتفوت واحد، {تميز} [الملك: 8]: تقطع، {مناكبها} [الملك: 15]: جوانبها، {تدعون} [الأنعام: 40]: وتدعون واحد، مثل تذكرون وتذكرون، {ويقبضن} [الملك: 19]: يضربن بأجنحتهن " وقال مجاهد: {صافات} [النور: 41]: «بسط أجنحتهن»، {ونفور} [الملك: 21]: «الكفور»

سورة ن والقلم وقال قتادة: {حرد} [القلم: 25]: «جد في أنفسهم» وقال ابن عباس: {يتخافتون} [طه: 103]: «ينتجون السرار والكلام الخفي» وقال ابن عباس: {لضالون} [القلم: 26]: «أضللنا مكان جنتنا» وقال غيره: {كالصريم} [القلم: 20]: " كالصبح انصرم من الليل، والليل انصرم من النهار، وهو أيضا: كل رملة انصرمت من معظم الرمل، والصريم أيضا: المصروم، مثل قتيل ومقتول "

بَابُ قَوْلِهِ تعالى {عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ} [القلم: 13]
4917 - حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، {عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ} [القلم: 13] قَالَ: «رَجُلٌ مِنْ قُرَيْشٍ لَهُ زَنَمَةٌ مِثْلُ زَنَمَةِ الشَّاةِ»