আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৫৫০
আন্তর্জাতিক নং: ৪৯১১
২৫৭৩.সূরা আত তাহরীম আল্লাহর বাণীঃ يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم "হে নবী! আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা নিষিদ্ধ করছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু" (৬৬ঃ ১)[১]
[১] রাসূলুল্লাহ (সা) তাঁর কোন স্ত্রীর মনোতুষ্টির জন্য ভবিষ্যতে মধু পান না করার কসম করেন। হালাল খাদ্য গ্রহণ না করার কসম করা সুলুল্লাহ (সা)-এর জন্য শোভন নয়। এতে ভবিষ্যতে তাঁর উম্মতের জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সম্ভবত এ কারণে কসম ভঙ্গ করতে তাকে এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে ।
[১] রাসূলুল্লাহ (সা) তাঁর কোন স্ত্রীর মনোতুষ্টির জন্য ভবিষ্যতে মধু পান না করার কসম করেন। হালাল খাদ্য গ্রহণ না করার কসম করা সুলুল্লাহ (সা)-এর জন্য শোভন নয়। এতে ভবিষ্যতে তাঁর উম্মতের জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সম্ভবত এ কারণে কসম ভঙ্গ করতে তাকে এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে ।
৪৫৫০। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাঈর (রাহঃ) থেকে বর্ণিত, ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, এরূপ হারাম করে নেয়ার ক্ষেত্রে কাফ্ফারা দিতে হবে। ইবনে আব্বাস (রাযিঃ) এ-ও বললেন যে, “রাসূল (ﷺ) এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা।
سُورَةُ التَّحْرِيمِ
بَابُ قَوْلِهِ تعالى {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاةَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ}
بَابُ قَوْلِهِ تعالى {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاةَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ}
4911 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ حَكِيمٍ هُوَ يَعْلَى بْنُ حَكِيمٍ الثَّقَفِيُّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فِي الحَرَامِ يُكَفَّرُ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: « (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ) »

তাহকীক:
হাদীস নং: ৪৫৫১
আন্তর্জাতিক নং: ৪৯১২
আল্লাহর বাণীঃ يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم "হে নবী! আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা নিষিদ্ধ করছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু" (৬৬ঃ ১)
৪৫৫১। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যয়নাব বিনতে জাহশ (রাযিঃ) এর কাছে মধু পান করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করতেন। তাই আমি ও হাফসা একমত হলাম যে, আমাদের যার ঘরেই রাসূলুল্লাহ (ﷺ) আসবেন, সে তাঁকে বলবে, আপনি কি মাগাফীর খেয়েছেন? আমি তো আপনার মুখমণ্ডল থেকে মাগাফীরের দুর্গন্ধ পাচ্ছি। উত্তরে তিনি বললেন, না, বরং আমি যয়নাব বিনতে জাহশ এর ঘরে মধু পান করেছি। তবে আমি কসম করলাম, আর কখনো মধু পান করব না। তুমি এ বিষয়টি আর কাউকে জানাবে না।
باب يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم
4912 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَيَمْكُثُ عِنْدَهَا، فَوَاطَيْتُ أَنَا وَحَفْصَةُ عَلَى، أَيَّتُنَا دَخَلَ عَلَيْهَا فَلْتَقُلْ لَهُ: أَكَلْتَ مَغَافِيرَ، إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، قَالَ: «لاَ، وَلَكِنِّي كُنْتُ أَشْرَبُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، فَلَنْ أَعُودَ لَهُ، وَقَدْ حَلَفْتُ، لاَ تُخْبِرِي بِذَلِكَ أَحَدًا»

তাহকীক: