আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৪৯৭
আন্তর্জাতিক নং: ৪৮৫৭
২৫৩৫. আল্লাহর বাণীঃ فأوحى إلى عبده ما أوحى "তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন (৫৩ঃ ১০)
৪৪৯৭। তালক ইবনে গান্নাম (রাহঃ) ......... শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যিরর (রাহঃ) কে আল্লাহর বাণীঃفَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى * فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমাকে আব্দুল্লাহ (রাযিঃ) বলেছেন, মুহাম্মাদ (ﷺ) জিবরাঈল (আলাইহিস সালাম) কে দেখেছেন। এ সময় তাঁর ডানা ছিল ছয়শ।
بَابُ قَوْلِهِ: {فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10]
4857 - حَدَّثَنَا طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ: سَأَلْتُ زِرًّا عَنْ قَوْلِهِ تَعَالَى: {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10] ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ: «أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ»