আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৪৬৮
আন্তর্জাতিক নং: ৪৮২৬
সূরা জাছিয়া
الْجَاثِيَةِ অর্থ ভয়ে নতজানু। মুজাহিদ (রাহঃ) বলেন, نَسْتَنْسِخُ অর্থ- আমি লিপিবদ্ধ করছিলাম। نَنْسَاكُمْ অর্থ-আমি তোমাদেরকে বর্জন করব।
الْجَاثِيَةِ অর্থ ভয়ে নতজানু। মুজাহিদ (রাহঃ) বলেন, نَسْتَنْسِخُ অর্থ- আমি লিপিবদ্ধ করছিলাম। نَنْسَاكُمْ অর্থ-আমি তোমাদেরকে বর্জন করব।
৪৪৬৮। হুমায়দী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ্ বলেন, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা যমানাকে গালি দেয়; অথচ আমিই যমানা। আমার হাতেই ক্ষমতা; রাত ও দিন আমিই পরিবর্তন করি।
سُورَةُ حم الجَاثِيَةِ: «مُسْتَوْفِزِينَ عَلَى الرُّكَبِ» وَقَالَ مُجَاهِدٌ: {نَسْتَنْسِخُ} [الجاثية: 29] : «نَكْتُبُ» ، {نَنْسَاكُمْ} [الجاثية: 34] : «نَتْرُكُكُمْ»
4826 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ

তাহকীক: