আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৩৭৬
আন্তর্জাতিক নং: ৪৭৩১
২৪৫৪. আল্লাহ তাআলার বাণীঃ “আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করবনা (যা রয়েছে আমাদের সম্মুখে ও পেছনে)”।
৪৩৭৬। আবু নুয়াইম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার জিবরাঈলকে বললেন, আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাত করেন, তার চাইতে বেশী সাক্ষাত করতে আপনাকে কিসে বাধা দেয়? [১] তখন এ আয়াত অবতীর্ণ হল “আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করবনা (যা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে)”।
[১] কিছু কালের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি ওহী বন্ধ ছিল। এতে রাসুল (ﷺ) খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জিবরাঈল উপস্থিত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করেন।
[১] কিছু কালের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি ওহী বন্ধ ছিল। এতে রাসুল (ﷺ) খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জিবরাঈল উপস্থিত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করেন।
بَابُ قَوْلِهِ تعالى وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ
4731 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجِبْرِيلَ: «مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا» ، فَنَزَلَتْ: {وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} [مريم: 64]