আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪১৯০
আন্তর্জাতিক নং: ৪৫৪৬
২৩০৮. আল্লাহর বাণীঃ রাসুল (সা) তার প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত বিষয়ের প্রতি ঈমান এনেছেন এবং মু’মিনগণও (২ঃ ২৮৫) ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, إصرا অর্থ عهدا আর غفرانك অর্থ مغفرتك আমাদের মার্জনা করুন (২ঃ ২৮৫)
৪১৯০। ইসহাক (রাহঃ) ......... মারওয়ানুল আসফার (রাহঃ) একজন সাহাবী (রাযিঃ) থেকে বর্ণনা করেন আর তিনি ধারণা করেন যে, তিনি ইবনে উমর (রাযিঃ) হবেন। إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ আয়াতটি রহিত হয়ে গিয়েছে।
بَاب {آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ} وَقَالَ ابْنُ عَبَّاسٍ {إِصْرًا} عَهْدًا وَيُقَالُ {غُفْرَانَكَ} مَغْفِرَتَكَ {فَاغْفِرْ لَنَا}
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ مَرْوَانَ الأَصْفَرِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَ أَحْسِبُهُ ابْنَ عُمَرَ ـ (إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ) قَالَ نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا.

তাহকীক: