আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪১৮৮
আন্তর্জাতিক নং: ৪৫৪৪
২৩০৬. আল্লাহর বাণীঃ তোমরা সেদিনকে ভয় কর,যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে (২ঃ ২৮১)
৪১৮৮। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এর উপর অবতীর্ণ শেষ আয়াতটি হচ্ছে সুদ সম্পর্কিত।
بَاب {وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ}
حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ آخِرُ آيَةٍ نَزَلَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم آيَةُ الرِّبَا.

তাহকীক: