আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪১৮১
আন্তর্জাতিক নং: ৪৫৩৭
২২৯৯. আল্লাহর বাণীঃ আর যখন ইবরাহীম (আলাইহিস সালাম) বললেনঃ হে আমার প্রতিপালক! কীভাবে তুমি মৃত্যুকে জীবিত কর তা আমাকে দেখাও । (২ঃ ২৬০)
৪১৮১। আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেন যে, ইবরাহীম (আলাইহিস সালাম) যখনرَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى “প্রভু! তুমি আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত কর? তখন তাঁর তুলনায় আমরা সন্দেহ পোষণের ক্ষেত্রে অধিক যোগ্য ছিলাম।فصرهن শব্দের অর্থ হচ্ছে ‘সেগুলোকে টুকরো টুকরো করুন।
باب وإذ قال إبراهيم رب أرني كيف تحي الموتى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ (رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي)"

তাহকীক: