আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৯০৭
আন্তর্জাতিক নং: ৩১২৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৫১. ইমামের নিকট যা আসে, তা বন্টন করা এবং যে ব্যক্তি সেখানে উপস্থিত হয় নি কিংবা যে দূরে আছে তার জন্য রেখে দেওয়া
২৯০৭। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওহহাব (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আবু মূলায়কা (রহ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)- কে সোনালী কারুকার্য খচিত কিছু রেশমী কাবা জাতীয় পোশাক হাদীয়া দেয়া হল। তিনি তাঁর সাহাবীগণের মধ্য থেকে কয়েকজনকে তা বণ্টন করে দেন এবং তা থেকে একটি কাবা মাখরামা ইবনে নাওফল (রাযিঃ)-এর জন্য আলাদা করে রাখেন। তারপর মাখরামা (রাযিঃ) তাঁর পুত্র মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ)- কে সাথে নিয়ে এসে দরজায় দাঁড়ালেন আর (পুত্রকে) বললেন, তাঁকে আমার জন্য আহবান কর। তখন নবী (ﷺ) তাঁর আওয়াজ শুনতে পেলেন। তিনি একটি কাবা নিয়ে তাঁর সাথে সাক্ষাত করেন। আর এর কারুকার্য খচিত অংশ তাঁর সামনে তুলে ধরে বললেন, হে আবুল মিসওয়ার! আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি। আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি। আর মাখরামা (রাযিঃ)- এর স্বভাবে কিছুটা রুঢ়তা ছিল।
এ হাদীসটি ইসমাঈল ইবনে উলাইয়া (রাহঃ)-ও আইয়ুব (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আর হাতিম ইবনে ওয়ারদান (রাহঃ) বলেন, আইয়ুব (রাহঃ) ইবনে আবু মুলায়কা (রাহঃ) সূত্রে মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে কয়েকটি কাবা জাতীয় পোশাক এসেছিল। (বাকী অংশ আগের মত) লাইস (রাহঃ) ইবনে আবু মূলাইকা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আইয়ুব (রাহঃ)- এর অনুসরণ করেছেন।
এ হাদীসটি ইসমাঈল ইবনে উলাইয়া (রাহঃ)-ও আইয়ুব (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আর হাতিম ইবনে ওয়ারদান (রাহঃ) বলেন, আইয়ুব (রাহঃ) ইবনে আবু মুলায়কা (রাহঃ) সূত্রে মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে কয়েকটি কাবা জাতীয় পোশাক এসেছিল। (বাকী অংশ আগের মত) লাইস (রাহঃ) ইবনে আবু মূলাইকা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আইয়ুব (রাহঃ)- এর অনুসরণ করেছেন।
كتاب الجهاد والسير
باب قِسْمَةِ الإِمَامِ مَا يَقْدَمُ عَلَيْهِ، وَيَخْبَأُ لِمَنْ لَمْ يَحْضُرْهُ أَوْ غَابَ عَنْهُ
3127 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ، مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ بْنِ نَوْفَلٍ، فَجَاءَ وَمَعَهُ ابْنُهُ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَقَامَ عَلَى البَابِ، فَقَالَ: ادْعُهُ لِي، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْتَهُ، فَأَخَذَ قَبَاءً، فَتَلَقَّاهُ بِهِ، وَاسْتَقْبَلَهُ بِأَزْرَارِهِ، فَقَالَ: «يَا أَبَا المِسْوَرِ [ص:87] خَبَأْتُ هَذَا لَكَ، يَا أَبَا المِسْوَرِ خَبَأْتُ هَذَا لَكَ» ، وَكَانَ فِي خُلُقِهِ شِدَّةٌ، وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةٌ، تَابَعَهُ اللَّيْثُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ
তাহকীক: