আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৪৭৪
আন্তর্জাতিক নং: ৩৭৪৬
২১০১.মুস‘আব ইবনে উমাইয়ের (রাযিঃ)- এর বর্ণনা
পরিচ্ছেদ:২১০২. হাসান ও হুসাইন (রাযিঃ)- এর মর্যাদা। নাফি ইবনে জুবাইর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী কারীম (ﷺ) হাসান (রাযিঃ)- এর সাথে আলিঙ্গণ করেছেন
পরিচ্ছেদ:২১০২. হাসান ও হুসাইন (রাযিঃ)- এর মর্যাদা। নাফি ইবনে জুবাইর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী কারীম (ﷺ) হাসান (রাযিঃ)- এর সাথে আলিঙ্গণ করেছেন
৩৪৭৪। সাদ্কা (ইবনে ফযল) (রাহঃ) .... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, আমি নবী কারীম (ﷺ)- কে মিম্বারের উপর বলতে শুনেছি, ঐ সময় হাসান (রাযিঃ) তাঁর পাশে ছিলেন। তিনি একবার উপস্থিত লোকদের দিকে আবার হাসান (রাযিঃ)-এর দিকে তাকালেন এবং বললেন, আমার এ সন্তান (পৌত্র) সায়্যেদ (নেতা) আল্লাহ তাআলা তার মাধ্যমে বিবাদমান দু’দল মুসলমানের মধ্যে আপোষ মীমাংসা করিয়ে দিবেন।
باب ذكرمصعب بن عمير
باب مَنَاقِبُ الْحَسَنِ وَالْحُسَيْنِ رضى الله عنهما قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ
باب مَنَاقِبُ الْحَسَنِ وَالْحُسَيْنِ رضى الله عنهما قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ
3746 - حَدَّثَنَا صَدَقَةُ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبُو مُوسَى، عَنِ الحَسَنِ، سَمِعَ أَبَا بَكْرَةَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى المِنْبَرِ وَالحَسَنُ إِلَى جَنْبِهِ، يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً، وَيَقُولُ: «ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ المُسْلِمِينَ»

তাহকীক:

বর্ণনাকারী: