আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
২২- ওমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৭৩৫
আন্তর্জাতিক নং: ১৮৫৬
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৫। আবু নু’মান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমাকে মালপত্রের সাথে মুযদালিফা থেকে রাত্রিকালে প্রেরণ করেছিলেন।
باب حَجِّ الصِّبْيَانِ
1856 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: «بَعَثَنِي أَوْ قَدَّمَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الثَّقَلِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ»

তাহকীক:
হাদীস নং: ১৭৩৬
আন্তর্জাতিক নং: ১৮৫৭
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৬। ইসহাক (রাহঃ) ......... ’আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার গাধীর পিঠে আরোহণ করে (মিনায়) আগমন করলাম। তখন আমি সাবালক হওয়ার নিকটবর্তী ছিলাম। ঐ সময়ে রাসূলুল্লাহ (ﷺ) মিনায় দাঁড়িয়ে নামায আদায় করছিলেন। আমি চলতে চলতে প্রথম কাতারের কিছু অংশ অতিক্রম করে চলে যাই। এরপর সওয়ারী থেকে নীচে অবতরণ করি। গাধাটি চরে খেতে লাগল। আর আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে লোকদের সাথে কাতারে শামিল হয়ে যাই।
ইউনুস (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ) সূত্রে তাঁর বর্ণনায় “মিনা’ শব্দের পর ‘বিদায় হজ্জের সময়’ কথাটি বর্ণনা করেছেন।
ইউনুস (রাহঃ) ইবনে শিহাব (রাহঃ) সূত্রে তাঁর বর্ণনায় “মিনা’ শব্দের পর ‘বিদায় হজ্জের সময়’ কথাটি বর্ণনা করেছেন।
باب حَجِّ الصِّبْيَانِ
1857 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي «وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يُصَلِّي بِمِنًى» حَتَّى سِرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا، فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ: بِمِنًى فِي حَجَّةِ الوَدَاعِ

তাহকীক:
হাদীস নং: ১৭৩৭
আন্তর্জাতিক নং: ১৮৫৮
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৭। আব্দুর রহমান ইবনে ইউনুস (রাহঃ) ......... সাঈব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাত বছর বয়সে আমাকে নবী (ﷺ) এর সঙ্গে হজ্জ করানো হয়েছে।
باب حَجِّ الصِّبْيَانِ
1858 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ [ص:19] بْنِ يَزِيدَ، قَالَ: «حُجَّ بِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ»

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৭৩৮
আন্তর্জাতিক নং: ১৮৫৯
১১৬৭. বালকদের হজ্জ আদায় করা
১৭৩৮। আমর ইবনে যুরারা (রাহঃ) ......... উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি সায়িব ইবনে ইয়াযীদ সম্পর্কে বলতেন, সায়িবকে নবী (ﷺ) এর সফর সামগ্রীর কাছে বসিয়ে হজ্জ করানো হয়েছে।
باب حَجِّ الصِّبْيَانِ
1859 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا القَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ، يَقُولُ: لِلسَّائِبِ بْنِ يَزِيدَ، «وَكَانَ قَدْ حُجَّ بِهِ فِي ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

তাহকীক:

বর্ণনাকারী: