আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২২- ওমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৬১
আন্তর্জাতিক নং: ১৭৭৫ - ১৭৭৬
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬১। কুতায়বা (রাহঃ) ......... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং উরওয়া ইবনে যুবাইর (রাহঃ) মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) আয়িশা (রাযিঃ)-এর হুজরার পাশে বসে আছেন। ইতিমধ্যে কিছু লোক মসজিদে সালাতুদ্দোহা আদায় করতে লাগল। আমরা তাঁকে এদের নামায সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা বিদআত। এরপর উরওয়া ইবনে যুবাইর (রাহঃ) তাঁকে বললেন, নবী (ﷺ) কতবার উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। এর মধ্যে একটি রজব মাসে। আমরা তাঁর কথা রদ করা পছন্দ করলাম না।
আমরা উম্মুল মু’মিনীন আয়িশা (রাযিঃ)-এর হুজরার ভিতর থেকে তাঁর মিসওয়াক করার আওয়াজ শুনতে পেলাম। তখন উরওয়া (রাহঃ) বললেন, হে আম্মাজান, হে উম্মুল মু'মিনীন! আবু আব্দুর রহমান কি বলছেন, আপনি কি শুনেন নি? আয়িশা (রাযিঃ) বললেন, তিনি কি বলছেন? উরওয়া (রাহঃ) বললেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ (ﷺ) চারবার উমরা আদায় করেছেন। এর মধ্যে একটি রজব মাসে। আয়িশা (রাযিঃ) বললেন, আবু আব্দুর রহমানের প্রতি আল্লাহ রহম করুন। রাসূল (ﷺ) এমন কোন উমরা আদায় করেননি, যে তিনি তাঁর সঙ্গে ছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) রজব মাসে কখনো উমরা আদায় করেননি।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1775 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: دَخَلْتُ أَنَا [ص:3] وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ المَسْجِدَ، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي المَسْجِدِ صَلاَةَ الضُّحَى، قَالَ: فَسَأَلْنَاهُ عَنْ صَلاَتِهِمْ، فَقَالَ: بِدْعَةٌ " ثُمَّ قَالَ لَهُ: " كَمُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَرْبَعًا، إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نَرُدَّ عَلَيْهِ "

1776 - قَالَ: وَسَمِعْنَا اسْتِنَانَ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ فِي الحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ يَا أُمَّاهُ: يَا أُمَّ المُؤْمِنِينَ أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَتْ: مَا يَقُولُ؟: قَالَ: يَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَمَرَ أَرْبَعَ عُمَرَاتٍ، إِحْدَاهُنَّ فِي رَجَبٍ» ، قَالَتْ: «يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا اعْتَمَرَ عُمْرَةً، إِلَّا وَهُوَ شَاهِدُهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ»
হাদীস নং: ১৬৬২
আন্তর্জাতিক নং: ১৭৭৭
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬২। আবু আসিম (রাহঃ) ......... উরওয়া ইবনে যুবাইর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রজব মাসে কখনো উমরা আদায় করেননি।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1777 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ»
হাদীস নং: ১৬৬৩
আন্তর্জাতিক নং: ১৭৭৮
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৩। হাসসান ইবনে হাসসান (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ (ﷺ) কতবার উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। তন্মধ্যে হুদায়বিয়ার উমরা যিলকদ মাসে যখন মুশরিকরা তাঁকে মক্কা প্রবেশ করতে বাঁধা দিয়ছিল। পরবর্তী বছরের যিলকদ মাসের উমরা, যখন মুশরিকদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছিল। জী’রানার উমরা, যেখানে নবী (ﷺ) গনিমতের মাল, সম্ভবতঃ হুনায়নের যুদ্ধে বন্টন করেন। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কতবার হজ্জ করেছেন? তিনি বললেন, একবার।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1778 - حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، كَمُ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: " أَرْبَعٌ: عُمْرَةُ الحُدَيْبِيَةِ فِي ذِي القَعْدَةِ حَيْثُ صَدَّهُ المُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ العَامِ المُقْبِلِ فِي ذِي القَعْدَةِ حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الجِعِرَّانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ - أُرَاهُ - حُنَيْنٍ " قُلْتُ: كَمْ حَجَّ؟ قَالَ: «وَاحِدَةً»
হাদীস নং: ১৬৬৪
আন্তর্জাতিক নং: ১৭৭৯
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৪। আবুল ওয়ালীদ হিশাম ইবনে আব্দুল মালিক (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী (ﷺ) একবার উমরা করেছেন যখন তাঁকে মুশরিকরা ফিরিয়ে দিয়েছিল। তার পরবর্তী বছর ছিল হুদায়বিয়ার (চুক্তি অনুযায়ী) উমরা, (তৃতীয়) উমরা (জী'রানা) যিলকদ মাসে আর হজ্জের মাসে অপর একটি উমরা করেছেন।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1779 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: «اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ رَدُّوهُ، وَمِنَ القَابِلِ عُمْرَةَ الحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ» ،
হাদীস নং: ১৬৬৫
আন্তর্জাতিক নং: ১৭৮০
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৫। হুদবা ইবনে খালিদ (রাহঃ) ......... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) চারটি উমরা করেছেন। তন্মধ্যে হজ্জের মাসে যে উমরা করেছেন তা ছাড়া বাকী সব উমরাই যিলকদ মাসে করেছেন অর্থাৎ হুদায়বিয়ার উমরা, পরবর্তী বছরের উমরা, জী’রানার উমরা যেখানে তিনি হুনায়নের মালে গনিমত বন্টন করেছিলেন এবং হজ্জের মাসে আদায়কৃত উমরা।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1780 - حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، وَقَالَ: اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي القَعْدَةِ، إِلَّا الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنَ الحُدَيْبِيَةِ، وَمِنَ العَامِ المُقْبِلِ وَمِنَ الجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ
হাদীস নং: ১৬৬৬
আন্তর্জাতিক নং: ১৭৮১
১১১৪. নবী (ﷺ) কতবার উমরা করেছেন
১৬৬৬। আহমদ ইবনে উসমান (রাহঃ) ......... মাসরুক, আতা ও মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যিলকদ মাসে হজ্জের আগে উমরা করেছেন।
রাবী বলেন, আমি বারা’ ইবনে আযিব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ করার আগে দু’বার যিলকদ মাসে উমরা করেছেন।
باب كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم
1781 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَأَلْتُ مَسْرُوقًا، وَعَطَاءً، وَمُجَاهِدًا، فَقَالُوا: «اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي القَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ»
وَقَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: «اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي القَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ»