আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৩২- সেচকার্য সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২১৪
আন্তর্জাতিক নং: ২৩৭০
১৪৭৬. সংরক্ষিত চারণভূমি রাখা আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (ﷺ) ছাড়া আর কারো অধিকার নেই
২২১৪। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ....সা‘ব ইবনে জাসসামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারণভূমি সংরক্ষিত করা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) ছাড়া আর কারো অধিকারে নেই।* তিনি বলেনঃ আমাদের নিকট রিওয়ায়াত পৌছেছে যে, নবী (ﷺ) নাকী‘র চারণভূমি (নিজের জন্য) সংরক্ষিত করেছিলেন, আর উমর (রাযিঃ) সারাফ ও রাবাযার চারণভূমি সংরক্ষণ করেছিলেন।

*মুসলিম জনসাধারণের স্বার্থে প্রয়োজনে খলীফার চারণভূমি সংরক্ষিত করার অধিকার রয়েছে।
باب لاَ حِمَى إِلاَّ لِلَّهِ وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم
2370 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ» وَقَالَ: بَلَغَنَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمَى النَّقِيعَ» ، وَأَنَّ عُمَرَ «حَمَى السَّرَفَ وَالرَّبَذَةَ»